এক্সপ্লোর

লাদাখে উত্তেজনা: পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিলেন ডোভাল, আজ ফের ব্রিগেড কমান্ডার পর্যায়ের বৈঠক

আজ সন্ধেয় উচ্চপর্যায়ের বৈঠক হবে দিল্লিতে। সেখানে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিলক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। উপস্থিত থাকার কথা চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনার শীর্ষ আধিকারিকদের।

নয়াদিল্লি: ভারত-চিন সীমান্তে নতুন করে সমস্যা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি খতিয়ে দেখলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মঙ্গলবার, শীর্ষ সেনাকর্তা ও আধিকারিকদের এদিন বৈঠক করেন ডোভাল। সন্ধেয় আরেকটি বৈঠক হওয়ার কথা। সেখানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

এর আগে, গতকালই সেনা অফিসারদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সেনা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

গতকাল, দু তরফের সেনার মধ্যে ব্রিগেড কমান্ডার পর্যায়ের বৈঠক বসেছিল চুলসুলে। কিন্তু, সেখানে কোনও ঐকমত্যে পৌঁছতে পারেনি উভয় পক্ষই। ফলে, আজ ফের আরেক দফার বৈঠক হওয়ার কথা।

সেনার তরফে জানানো হয়েছে, শনি ও রবিবারের মাঝের রাতে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে ভারতীয় এলাকায় ঢোকার চেষ্টা করে চিনা সেনা। সীমান্তে স্থিতবস্থা নষ্ট করার চেষ্টা করে তারা। চিনা সেনাদের প্রতিহত করে ভারতীয় সেনা! তাৎ‍পর্যপূর্ণ বিষয় হল, এই প্রথম প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশের চেষ্টা করল চিন! এর আগে কখনও এই এলাকায় চিনের সঙ্গে ভারতের সংঘাত হয়নি!

ভারতীয় সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়, সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সঙ্ঘাত পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐক্যমত্যে পৌঁছনো গিয়েছিল, ২৯-৩০ অগস্ট রাতে চিনের পিপলস লিবারেশন আর্মি তা লঙ্ঘন করেছে। স্থিতাবস্থা নষ্ট করতে সেখানে প্ররোচনামূলক সামরিক পদক্ষেপ করে তারা। লাদাখের চুসসুলে প্যাংগং লেকের দক্ষিণ অংশে ভূখণ্ডে প্রকৃত অবস্থা পরিবর্তের চিনের এই একতরফা পদক্ষেপ প্রতিহত করেছে ভারতীয় সেনা।

যদিও, যাবতীয় অভিযোগ খারিজ করেছে বেজিং। চিনা বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, তাদের সেনা কখনই প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করেনি। চিন কখই অন্যের ভূমি দখল করেনি বা যুদ্ধের উস্কানি দেয়নি। হতে পারে, সীমান্তরেখা না থাকায় সেখানে কোনও বোঝার সমস্যা হয়েছে।

গত ১৫ জুন লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর অতর্কিত হামলায় শহিদ হন ২০জন ভারতীয় বীর জওয়ান! খালি হাতে মোকাবিলায় চিনকে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা! চিনের তরফেও একাধিক মৃত্যু হয়!

এই ঘটনার পর থেকে গোটা দেশ ক্ষোভে ফুঁসতে শুরু করে। এরপর নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাজনাথ সিং -- সকলেই লে গিয়েছেন। কিন্তু, তারপরও চিন তাদের দৌরাত্ম্য বন্ধ করেনি। প্রতি নিয়ত চেষ্টা চালিয়ে গেছে অনুপ্রবেশের! দু’দেশের মধ্যে মধ্যে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে পাঁচ দফা বৈঠক হলেও, চিন কখনওই কথা রাখেনি!

সূত্রের দাবি, প্যাংগং হ্রদের ফিঙ্গার এইট এলাকার ঢাল থেকে ফিঙ্গার ফাইভ পর্যন্ত এখনও বসে রয়েছে চিনা বাহিনী। এই ফিঙ্গার এইট এলাকাকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা হিসেবে ধরে ভারত। যদিও চিন ফিঙ্গার ফোর এলাকাকেই এলএসি বলে গণ্য করে। তাদের বাধার মুখে পড়ে এপ্রিল থেকে সেখানে নজরদারি চালানো বন্ধ রয়েছে ভারতীয় জওয়ানদের।

এবারের সংঘাতের পর চুসুলে ভারত ও চিনের কমান্ডার পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। ভারতীয় সেনার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আলাপ আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার পাশাপাশি আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় সেনা।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Recruitment Scam: অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
Krishna Das Prabhu Arrested : বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
PAN Card QR Code: প্যান কার্ডে থাকবে কিউআর কোড, শীঘ্রই আসছে নতুন পরিষেবা, টাকা লাগবে ? 
প্যান কার্ডে থাকবে কিউআর কোড, শীঘ্রই আসছে নতুন পরিষেবা, টাকা লাগবে ? 
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
Advertisement
ABP Premium

ভিডিও

Tmc News: দলের নতুন প্রজন্মকে মমতা-মুখী করতে বিশেষ কর্মসূচি তৃণমূলের | ABP Ananda LIVEBangladesh News: ঢাকায় গ্রেফতার ইস্কনের সন্ন্যাসী । দিল্লির পদক্ষেপ চান শুভেন্দু অধিকারী | ABP Ananda LIVEAgnimitra Paul: লড়াকু রাজ্য সভাপতির পক্ষে জোর সওয়াল অগ্নিমিত্রা পালের | ABP Ananda LIVEAbhishek Banerjee: ডায়মন্ড হারবারে অভিষেকের ডক্টর্স মিটের দিনই 'অপরাজিতা বিল' নিয়ে রাস্তায় নামছে তৃণমূল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Recruitment Scam: অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
Krishna Das Prabhu Arrested : বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
PAN Card QR Code: প্যান কার্ডে থাকবে কিউআর কোড, শীঘ্রই আসছে নতুন পরিষেবা, টাকা লাগবে ? 
প্যান কার্ডে থাকবে কিউআর কোড, শীঘ্রই আসছে নতুন পরিষেবা, টাকা লাগবে ? 
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
Suvendu On The Sabarmati Report: BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
Pension:  স্ত্রীর বদলে মেয়ে কি পেতে পারে বাবার পেনশন ? কী বলছে নিয়ম ?
স্ত্রীর বদলে মেয়ে কি পেতে পারে বাবার পেনশন ? কী বলছে নিয়ম ?
Adani Group: আদানি গ্রুপের ১০০ কোটির প্রস্তাব ফেরাল এই রাজ্য, কী বললেন মুখ্যমন্ত্রী ?
আদানি গ্রুপের ১০০ কোটির প্রস্তাব ফেরাল এই রাজ্য, কী বললেন মুখ্যমন্ত্রী ?
Anubrata Mondal : 'দিদির কাছে ভাই যাচ্ছে', তিহাড় থেকে ফেরার পরে আজই প্রথম সাক্ষাৎ মমতা-অনুব্রতর
'দিদির কাছে ভাই যাচ্ছে', তিহাড় থেকে ফেরার পরে আজই প্রথম সাক্ষাৎ মমতা-অনুব্রতর
Embed widget