এক্সপ্লোর

লাদাখে উত্তেজনা: পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিলেন ডোভাল, আজ ফের ব্রিগেড কমান্ডার পর্যায়ের বৈঠক

আজ সন্ধেয় উচ্চপর্যায়ের বৈঠক হবে দিল্লিতে। সেখানে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিলক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। উপস্থিত থাকার কথা চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনার শীর্ষ আধিকারিকদের।

নয়াদিল্লি: ভারত-চিন সীমান্তে নতুন করে সমস্যা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি খতিয়ে দেখলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মঙ্গলবার, শীর্ষ সেনাকর্তা ও আধিকারিকদের এদিন বৈঠক করেন ডোভাল। সন্ধেয় আরেকটি বৈঠক হওয়ার কথা। সেখানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

এর আগে, গতকালই সেনা অফিসারদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সেনা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

গতকাল, দু তরফের সেনার মধ্যে ব্রিগেড কমান্ডার পর্যায়ের বৈঠক বসেছিল চুলসুলে। কিন্তু, সেখানে কোনও ঐকমত্যে পৌঁছতে পারেনি উভয় পক্ষই। ফলে, আজ ফের আরেক দফার বৈঠক হওয়ার কথা।

সেনার তরফে জানানো হয়েছে, শনি ও রবিবারের মাঝের রাতে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে ভারতীয় এলাকায় ঢোকার চেষ্টা করে চিনা সেনা। সীমান্তে স্থিতবস্থা নষ্ট করার চেষ্টা করে তারা। চিনা সেনাদের প্রতিহত করে ভারতীয় সেনা! তাৎ‍পর্যপূর্ণ বিষয় হল, এই প্রথম প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশের চেষ্টা করল চিন! এর আগে কখনও এই এলাকায় চিনের সঙ্গে ভারতের সংঘাত হয়নি!

ভারতীয় সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়, সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সঙ্ঘাত পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐক্যমত্যে পৌঁছনো গিয়েছিল, ২৯-৩০ অগস্ট রাতে চিনের পিপলস লিবারেশন আর্মি তা লঙ্ঘন করেছে। স্থিতাবস্থা নষ্ট করতে সেখানে প্ররোচনামূলক সামরিক পদক্ষেপ করে তারা। লাদাখের চুসসুলে প্যাংগং লেকের দক্ষিণ অংশে ভূখণ্ডে প্রকৃত অবস্থা পরিবর্তের চিনের এই একতরফা পদক্ষেপ প্রতিহত করেছে ভারতীয় সেনা।

যদিও, যাবতীয় অভিযোগ খারিজ করেছে বেজিং। চিনা বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, তাদের সেনা কখনই প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করেনি। চিন কখই অন্যের ভূমি দখল করেনি বা যুদ্ধের উস্কানি দেয়নি। হতে পারে, সীমান্তরেখা না থাকায় সেখানে কোনও বোঝার সমস্যা হয়েছে।

গত ১৫ জুন লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর অতর্কিত হামলায় শহিদ হন ২০জন ভারতীয় বীর জওয়ান! খালি হাতে মোকাবিলায় চিনকে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা! চিনের তরফেও একাধিক মৃত্যু হয়!

এই ঘটনার পর থেকে গোটা দেশ ক্ষোভে ফুঁসতে শুরু করে। এরপর নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাজনাথ সিং -- সকলেই লে গিয়েছেন। কিন্তু, তারপরও চিন তাদের দৌরাত্ম্য বন্ধ করেনি। প্রতি নিয়ত চেষ্টা চালিয়ে গেছে অনুপ্রবেশের! দু’দেশের মধ্যে মধ্যে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে পাঁচ দফা বৈঠক হলেও, চিন কখনওই কথা রাখেনি!

সূত্রের দাবি, প্যাংগং হ্রদের ফিঙ্গার এইট এলাকার ঢাল থেকে ফিঙ্গার ফাইভ পর্যন্ত এখনও বসে রয়েছে চিনা বাহিনী। এই ফিঙ্গার এইট এলাকাকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা হিসেবে ধরে ভারত। যদিও চিন ফিঙ্গার ফোর এলাকাকেই এলএসি বলে গণ্য করে। তাদের বাধার মুখে পড়ে এপ্রিল থেকে সেখানে নজরদারি চালানো বন্ধ রয়েছে ভারতীয় জওয়ানদের।

এবারের সংঘাতের পর চুসুলে ভারত ও চিনের কমান্ডার পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। ভারতীয় সেনার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আলাপ আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার পাশাপাশি আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় সেনা।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Bank Holiday: হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?
হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?
DA News: চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
West Bengal News: বিজেপির বিক্ষোভে ফের উত্তপ্ত বিধানসভা, মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় ওয়াকআউট
বিজেপির বিক্ষোভে ফের উত্তপ্ত বিধানসভা, মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় ওয়াকআউট
Dol Utsav Weather : দোলের আগেই ঘূর্ণাবর্ত, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি নাকি খটখটে রোদ ?
দোলের আগেই ঘূর্ণাবর্ত, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি নাকি খটখটে রোদ ?
Advertisement
ABP Premium

ভিডিও

Panihati News : পানিহাটির অমরাবতী মাঠের ৮৩ বিঘা জমি দখলে প্রোমোটার রাজ?Balochistan Train Hijack: ১০০ যাত্রী সহ হাইজ্যাক ট্রেন, পাকিস্তানে বাড়ছে উদ্বেগChhok Bhanga Chota: বিজেপিতে বড় ধস আসন্ন ? 'চার সাংসদ দল বদলাতে রাজি', কুণালের মন্তব্যে চাঞ্চল্যTMC News : 'মুখ্যমন্ত্রী চান পদ ছাড়ুন, ফোন করে বলেছেন ফিরহাদ', চক্রান্তের শিকার পানিহাটির পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Holiday: হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?
হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?
DA News: চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
West Bengal News: বিজেপির বিক্ষোভে ফের উত্তপ্ত বিধানসভা, মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় ওয়াকআউট
বিজেপির বিক্ষোভে ফের উত্তপ্ত বিধানসভা, মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় ওয়াকআউট
Dol Utsav Weather : দোলের আগেই ঘূর্ণাবর্ত, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি নাকি খটখটে রোদ ?
দোলের আগেই ঘূর্ণাবর্ত, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি নাকি খটখটে রোদ ?
Aadhaar Card : আধার কার্ডে বার-বার ছবি বদলালে হবে ফাইন, কী বলছে নিয়ম ?
আধার কার্ডে বার-বার ছবি বদলালে হবে ফাইন, কী বলছে নিয়ম ?
West Bengal News Live: হঠাৎ অসুস্থ সৌগত রায়, দিল্লির হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ
হঠাৎ অসুস্থ সৌগত রায়, দিল্লির হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ
Mutual Fund : বছরে দিয়েছে ৪০ শতাংশ রিটার্ন, এই তিন মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানেন ?
বছরে দিয়েছে ৪০ শতাংশ রিটার্ন, এই তিন মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানেন ?
Uttar Pradesh News: ফাইনাল ম্যাচে কোহলি আউট হতেই হার্ট অ্যাটাক কিশোরীর ? সব শেষ; কী বলছে পরিবার ?
ফাইনাল ম্যাচে কোহলি আউট হতেই হার্ট অ্যাটাক কিশোরীর ? সব শেষ; কী বলছে পরিবার ?
Embed widget