এক্সপ্লোর
আর্থিক বৃদ্ধির হার সাত বছরে সবচেয়ে কমে ৫ শতাংশ এপ্রিল-জুন ত্রৈমাসিকে
২০১৯-২০ বছরে জিডিপি বৃদ্ধির সম্ভাব্য হার জুন মাসের পলিসিতে ধরা হয়েছিল ৭ শতাংশ। তা সামান্য কমিয়ে ৬.৯ শতাংশ স্থির করেছিল রিজার্ভ ব্যাঙ্ক।

নয়াদিল্লি: ভারতের আর্থিক বৃদ্ধির হার সাত বছরের মধ্যে সবচেয়ে কমে ৫ শতাংশ হল ২০১৯-২০ অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকে। ম্যানুফ্যাকচারিং সেক্টরের হাল খুব খারাপ হয়েছে। কৃষিক্ষেত্রেও উত্পাদন মার খেয়েছে। তারই ফল হিসাবে আর্থিক বৃদ্ধির হারে পতন বলে সরকারি পরিসংখ্যানে প্রকাশ। এর আগে আর্থিক বৃদ্ধির হার সবচেয়ে কম হয়েছিল ২০১২-১৩ অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকে-৪.৯ শতাংশ। ২০১৮-১৯ অর্থবর্ষের একই ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ছিল ৮ শতাংশ। ২০১৯-২০ বছরে জিডিপি বৃদ্ধির সম্ভাব্য হার জুন মাসের পলিসিতে ধরা হয়েছিল ৭ শতাংশ। তা সামান্য কমিয়ে ৬.৯ শতাংশ স্থির করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। মোটের ওপর চাহিদা চাঙ্গা, জোরদার করে বৃদ্ধি সংক্রান্ত উদ্বেগ কাটানোর প্রয়োজনীয়তার কথা বলেছিল শীর্ষ ব্যাঙ্ক। আরবিআইয়ের বিবৃতিতে বলা হয়েছিল, ২০১৯-২০ বর্ষের আসল জিডিপি বৃদ্ধির হার জুনে ঘোষিত ৭ শতাংশ থেকে সংশোধিত করে কমিয়ে ৬.৯ শতাংশ হল। ২০১৯-২০র প্রথম অর্ধে থাকবে ৫.৮-৬.৬ শতাংশের ঘরে, দ্বিতীয়ার্ধে ৭.৩-৭.৫ শতাংশের ঘরে। মোটামুটি তা নিম্নমুখীই থাকার ঝুঁকি রয়েছে। চিনের আর্থিক বৃদ্ধির হার ২০১৯ এর এপ্রিল-জুন ত্রৈমাসিকে ছিল ৬.২ শতাংশ, যা গত ২৭ বছরে সেদেশের সবচেয়ে কম বৃদ্ধির হার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















