এক্সপ্লোর
ইসলামাবাদে নিখোঁজ ভারতীয় হাইকমিশনের দুই কর্মী গ্রেফতার, যেন জেরা, হেনস্থা না হয়, পাক চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব, ডিমার্শে নয়াদিল্লির
নড়েচড়ে বসেছে বিদেশমন্ত্রক। পাকিস্তানের সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
![ইসলামাবাদে নিখোঁজ ভারতীয় হাইকমিশনের দুই কর্মী গ্রেফতার, যেন জেরা, হেনস্থা না হয়, পাক চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব, ডিমার্শে নয়াদিল্লির India issues demarche to Pakistan after 2 High Commission staffers go missing in Islamabad ইসলামাবাদে নিখোঁজ ভারতীয় হাইকমিশনের দুই কর্মী গ্রেফতার, যেন জেরা, হেনস্থা না হয়, পাক চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব, ডিমার্শে নয়াদিল্লির](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/15174500/india-pak-flag-759.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের আচমকা নিখোঁজ দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে পাকিস্তানি মিডিয়ায় খবর বেরনোর পর নয়াদিল্লিতে পাক চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বিদেশ মন্ত্রকে তলব করে এর তীব্র নিন্দা করল ভারত। সরকারি সূত্রের খবর, তাঁকে ডিমার্শে দিয়ে ভারত সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ধৃত হাইকমিশন কর্মীদের জেরা বা হেনস্থা করা চলবে না, তাঁদের নিরাপত্তা, সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব পাকিস্তানি কর্তৃপক্ষের। পাশাপাশি তাঁদের অবিলম্বে সরকারি গাড়ি সমেত হাইকমিশনে ফিরিয়ে দেওয়ার দাবিও করা হয়েছে ডিমার্শেতে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই তাঁদের অপহরণ করেছে বলে ভারতের অভিযোগ।
সোমবার সকালে আচমকা তাঁরা বেপাত্তা হয়ে গেলে পাক বিদেশ মন্ত্রকে যোগাযোগ করা হয় ভারতের তরফে। ভারতীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ তাঁরা ইসলামাবাদের হাইকমিশন থেকে সরকারি কাজে গাড়িতে বেরন। কিন্তু গন্তব্যে পৌঁছননি। পরে পাক মিডিয়া জানায়, একটি ধাক্কা মেরে পালানোর (হিট অ্যান্ড রান) ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
চরবৃত্তির দায়ে ভারতের নয়াদিল্লিতে পাক হাই কমিশনের দুই সদস্যকে বহিষ্কারের দু সপ্তাহ বাদে আজকের এই ঘটনা।
আবিদ হুসেন ও মহম্মদ তাহির নামে ওই দুজনকে অবাঞ্ছিত বলে ঘোষণা করে ভারত। তাদের কাছে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি সংক্রান্ত চাঞ্চল্যকর নথি উদ্ধার হয়, যা তারা এক ভারতীয় নাগরিকের কাছ থেকে পয়সার বিনিময়ে জোগাড় করেছিল।
ওদের ভারত থেকে বিতাড়নের পর থেকেই ইসলামাবাদে ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌরব অহলুওয়ালিয়া সমেত ভারতীয় হাইকমিশনের সদস্যদের হেনস্থা শুরু করে। অন্তত দুবার অহলুওয়ালিয়ার গাড়ির পিছু নেয়, ধাওয়া করে পাক এজেন্সিগুলি। সরকারি ভাবে এর তীব্র প্রতিবাদ করে ভারত।
জম্মু ও কাশ্মীরের পৃথক রাজ্যের মর্যাদা প্রত্যাহার নিয়ে ভারত, পাকিস্তানের সম্পর্কে ফের উত্তাপ ছড়ানোর পরিপ্রেক্ষিতেই এহেন ঘটনাবলী। গত বছরের আগস্টে ভারত ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দুটুকরো করে কেন্দ্রশাসিত অঞ্চল করার পর পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের স্তর নামিয়ে দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)