ভারতে আসার পথে মাঝ-আকাশে জ্বালানি ভরছে রাফাল, ছবি ট্যুইট বায়ুসেনার, মুহূর্তেই ভাইরাল
সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে, বুধবার কখন এই অত্যাধুনিক বিমানের চাকা ভারতের মাটি ছোঁবে...
নয়াদিল্লি: আসছে রাফাল। সেই আসার পথে মাঝ-রাস্তায়, থুড়ি মাঝ-আকাশে জ্বালানি ভরল এই যুদ্ধবিমান। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল ভারতীয় বায়ুসেনা। মুহূর্তেই ভাইরাল সেই ছবি।
জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বর্দোয় অবস্থিত মেরিনিয়াক বায়ুসেনা ঘাঁটি থেকে গতকাল ভারতের উদ্দেশে রওনা দেয় দাসোল নির্মিত ৫টি রাফাল যুদ্ধবিমানের প্রথম ব্যাচ।
টানা সাত ঘণ্টার প্রথম ভাগের উড়ানের পর বুধবার যুদ্ধবিমানগুলি পৌঁছয় সংযুক্ত আরব আমিরশাহীর আল-ডাফরায় ফরাসি বায়ুসেনা ঘাঁটিতে।
কিন্তু, তার আগে, মাঝ-আকাশে বিমানগুলি ফরাসি বায়ুসেনার "এ৩৩০ ফিনিক্স এমআরটিটি" ট্যাঙ্কার বিমানের থেকে জ্বালানি ভরে। সেই ছবি ট্যুইটারে পোস্ট করে ভারতীয় বায়ুসেনা।
Indian Air Force appreciates the support provided by French Air Force for our Rafale journey back home. @Armee_de_lair @Indian_Embassy @Dassault_OnAir #Rafale#IndianAirForce pic.twitter.com/7Ec8oqOJmr
— Indian Air Force (@IAF_MCC) July 28, 2020
মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। প্রচুর লাইক, কমেন্ট ও রিট্যুইট হয় ওই পোস্টের। বলা বাহুল্য, সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে, বুধবার কখন এই অত্যাধুনিক বিমানের চাকা ভারতের মাটি ছোঁবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ফ্রান্সের দাসোল থেকে ৩৬টি রাফাল বিমান কেনার চুক্তি করেছিল ভারত। এরমধ্যে ১৮টি থাকবে হরিয়ানার অম্বালা ও বাকি ১৮ থাকবে পশ্চিমবঙ্গের হাসিমারায়।
চুক্তির চার বছর পর প্রথম ব্যাচের বিমান বুধবার ভারতে পৌঁছচ্ছে। বিমানগুলি থাকবে ভারতীয় বায়ুসেনার চিন ও পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ২০০ কিমি দূরে অবস্থিত অম্বালায়। এর জন্য বায়ুসেনার ১৭ নম্বর "গোল্ডেন অ্যারো" স্কোয়াড্রনকে পুনরুজ্জীবিত করা হয়েছে।
অত্যাধুনিক মাল্টিরোল এই বিমানগুলি চালিয়ে আনছেন ভারতীয় বায়ুসেনার অভিজ্ঞ পাইলটরা। এর জন্য গত ৯ মাস ধরে ফ্রান্সে তাঁদের জোরকদমে প্রশিক্ষণ চলেছে।
বুধবার আল-ডাফরায় বিশ্রাম নেওয়ার পর, যাত্রার দ্বিতীয় ও শেষ ভাগে ভারতের উদ্দেশে সেখান থেকে রওনা দিচ্ছে রাফালগুলি।
এখন ভারতে কখন পৌঁছয় তার অপেক্ষা।