এক্সপ্লোর
Advertisement
লকডাউনের ৫০ দিনের মাথায় দেশে ফের চলবে যাত্রীবাহী ট্রেন?
কাউন্টারগুলি বন্ধই থাকছে। শুধু অনলাইনেই টিকিট কাটা যাবে।
নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় দেশে তৃতীয় পর্যায়ের লকডাউন জারি রয়েছে। এরই মধ্যে মঙ্গলবার থেকে ধাপে ধাপে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করার কথা ঘোষণা করল রেলমন্ত্রক। সোমবার বিকেল চারটে থেকে টিকিট কাটা যাবে। তবে কোনও স্টেশনে কাউন্টার থেকে টিকিট কাটা যাবে না। কাউন্টারগুলি বন্ধই থাকছে। শুধু অনলাইনেই টিকিট কাটা যাবে।
এ বিষয়ে রেলমন্ত্রী পীযূষ গয়াল ট্যুইট করে জানিয়েছেন, ‘রেলমন্ত্রক ১২ মে, ২০২০ থেকে ধাপে ধাপে ফের যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালুর পরিকল্পনা করেছে। শুরুতে নয়াদিল্লি থেকে দেশের বড় শহরগুলিতে ১৫ জোড়া বিশেষ ট্রেন চলবে। ১১ মে বিকেল চারটে থেকে টিকিট বুকিং শুরু হবে।’ সরকারের পক্ষ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে, ‘আপাতত নয়াদিল্লি থেকে হাওড়া, আগরতলা, ডিব্রুগড়, পটনা, বিলাসপুর, চেন্নাই, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, তিরুঅনন্তপুরম, মারগাও, মুম্বই সেন্ট্রাল, আমদাবাদ ও জম্মু তাওয়াই স্টেশনে বিশেষ ট্রেন চলবে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য এখন রোজ ৩০০টি ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন চালানো হচ্ছে। এছাড়া করোনা কেয়ার সেন্টার হিসেবে ২০,০০০ কোচ সংরক্ষণ করে রাখা হয়েছে। এই কোচগুলি যখন পাওয়া যাবে, নতুন রুটে বিশেষ ট্রেন চালানো শুরু হবে।’ নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ‘সোমবার বিকেল চারটে থেকে বুকিং শুরু হবে। শুধু আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটা যাবে। এই ওয়েবসাইটিট হল https://www.irctc.co.in/nget/train-search। স্টেশনগুলিতে টিকিট কাউন্টার বন্ধ থাকবে। বৈধ কনফার্মড টিকিট থাকলে তবেই সংশ্লিষ্ট যাত্রীকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে। যাত্রীদের মাস্ক পরা এবং স্ক্রিনিং বাধ্যতামূলক। করোনা উপসর্গ নেই এমন যাত্রীদেরই ট্রেনে উঠতে দেওয়া হবে।’Railways plans to gradually restart passenger train operations from 12th May, 2020, initially with 15 pairs of special trains connecting New Delhi with major stations across India. Booking in these trains will start at 4 pm on 11th May.https://t.co/DW9I1sPRx6
— Piyush Goyal (@PiyushGoyal) May 10, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
জেলার
খবর
জেলার
Advertisement