এক্সপ্লোর
Advertisement
আগামী সাধারণ নির্বাচনের আগে সব অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়ানো হবে, হুঁশিয়ারি অমিত শাহের
দেশের সর্বত্র জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর করা হবে। আজ এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কৈঠাল (হরিয়ানা): আগামী সাধারণ নির্বাচনের আগে গোটা দেশকে অনুপ্রবেশকারীমুক্ত করা হবে। তার জন্য দেশের সর্বত্র জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর করা হবে। আজ এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ হরিয়ানায় এক নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, ‘২০২৪ সালে আমরা ভোট চাইতে আসার আগে আশ্বাস দিচ্ছি, বিজেপি সরকার সব অনুপ্রবেশকারীকে দেশ থেকে বের করে দেবে। বিজেপি ও মোদি সরকার জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর করার মাধ্যমে অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার বিষয়ে দায়বদ্ধ।’
কৈঠালের কংগ্রেস প্রার্থী রণদীপ সিংহ সূরজেওয়ালাকে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘কংগ্রেস ও সূরজেওয়ালা এই পদক্ষেপের (নাগরিকপঞ্জি) বিরোধিতা করছেন। কে তাঁদের বোঝাবে? কৈঠালের মানুষ তাঁদের বোঝাবে কি না বলুন? কংগ্রেসকে প্রশ্ন করুন, কেন তারা ৩৭০ ধারা বিলোপ ও অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার বিরোধী। মোদিজি যেটাই করেন, তাতে সূরজেওয়ালাজির রাগ হয়। হাউডি মোদি অনুষ্ঠান সফল হয়েছে। একজন কংগ্রেস নেতা মোদিজির সমালোচনা করে বললেন, তিনি বহুবার মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আমি এ বিষয়ে একজন আধিকারিককে প্রশ্ন করেছিলাম। তিনি জানান, মোদিজির তুলনায় বেশিবার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন মনমোহন সিংহ।’
কংগ্রেসকে আক্রমণ করে অমিত শাহ আরও বলেছেন, ‘৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩৭০ ধারা বাতিল করেন। ৭০ বছর ধরে প্রতিটি নাগরিকের মনে হয়েছে, জম্মু ও কাশ্মীর পুরোপুরি ভারতের অংশ হয়নি। তিন প্রজন্ম ধরে দেশ শাসন করেছেন, তাঁদের ৩৭০ ধারা বিলোপের সাহস ছিল না। গতকাল ফ্রান্সে রাফাল যুদ্ধবিমানের ‘শস্ত্রপূজা’ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। কিন্তু কংগ্রেস নেতারা এটিরও বিরোধিতা করছেন। বিজয়া দশমীতে কি ‘শস্ত্রপূজা’ করা হয় না? আমি তাদের বলতে চাই, কোনটির বিরোধিতা করা উচিত, আর কোনটির বিরোধিতা করা উচিত নয়, সেটা ভাবুন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement