এক্সপ্লোর
Advertisement
ভারত গরীব নয়, মহাকাশ গবেষণাকে সমর্থন করলেন ইসরো প্রধান শিবন
বেঙ্গালুরুর এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি বলেন, জিডিপির দিক দিয়ে দেখতে গেলে ভারতের অর্থনীতি বিশ্বের সপ্তম বৃহত্তম, ক্রয়ক্ষমতায় তৃতীয়।
বেঙ্গালুরু: ভারত যতই মহাকাশে নতুন থেকে নতুনতর স্বাক্ষর রাখছে, ততই ইতিউতি শোনা যাচ্ছে প্রশ্ন, গরীব দেশের মহাকাশ গবেষণা করার মত বিলাসিতা শোভা পায় কিনা। তারই জবাব দিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান কে শিবন। তিনি বলেছেন, ভারত অর্থনৈতিকভাবে যথেষ্ট উন্নত, দেশের সম্পদ সাধারণের কাজে লাগা উচিত।
শিবন বলেছেন, আজ সামনে অসংখ্য সুযোগ। অথচ অনেকের ধারণা, ভারত গরীব দেশ, মহাকাশ গবেষণা আমাদের পক্ষে বিলাসিতা। কিন্তু আপনাদের কি মনে হয়? ভারত কোনওভাবেই গরীব নয়। বেঙ্গালুরুর এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি বলেন, জিডিপির দিক দিয়ে দেখতে গেলে ভারতের অর্থনীতি বিশ্বের সপ্তম বৃহত্তম, ক্রয়ক্ষমতায় তৃতীয়। রিমোট সেন্সিং স্যাটেলাইটে আমরা এক নম্বর, গম উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, চাল উৎপাদনেও। আমাদের তথ্যপ্রযুক্তি শিল্প গোটা দুনিয়ার ঈর্ষা জাগায়। ইসরো প্রধান বলেছেন।
শিবন আরও বলেছেন, আজ আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কোনও না কোনওভাবে মহাকাশ প্রযুক্তির সঙ্গে যুক্ত। দেশের সম্পদ সাধারণ মানুষের কাজে আরও বেশি ব্যবহৃত হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেছেন, ছাত্রছাত্রীরা যেন কখনওই নিজেদের খেয়ালখুশি থেকে আসা চিন্তাভাবনা পাগলামি ভেবে পরিত্যাগ না করে। পৃথিবীর সেরা উদ্ভাবনগুলি এই পাগলামি থেকেই এসেছে। তাদের উচিত, মনীষীদের জীবন থেকে প্রেরণা নেওয়া তবে তাঁদের অনুকরণের চেষ্টা না করাই ভাল কারণ তাহলে নতুন নতুন চিন্তাভাবনা আসে না।
তাঁর কথায়, ১৯৬০ সালে বিক্রম সারাভাই মহাকাশ গবেষণার বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের কথা ভেবেছিলেন। অন্যান্য দেশ তখন যুদ্ধের কাজে মহাকাশ ব্যবহারের কথা ভাবছিল, তাই সারাভাইয়ের চিন্তাভাবনা তখন অনেকের খ্যাপামি বলে মনে হয়েছিল। কিন্তু তাঁর ভবিষ্যৎ দর্শন বদলে দিয়েছে গোটা দেশকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement