এক্সপ্লোর
রাজনীতিতে আসছেন না, কংগ্রেসের হয়ে লোকসভা ভোটে লড়ার গুজব ওড়ালেন করিনা কপূর

মুম্বই: খবর ছড়িয়েছে, তিনি নাকি ভোপাল থেকে লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন, কংগ্রেসের টিকিটে। কিন্তু সেই গুজব উড়িয়ে করিনা কপূর জানালেন, সিনেমাই তাঁর একমাত্র প্রায়োরিটি, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই। এক বিবৃতিতে করিনা জানিয়েছেন, এই খবরের কোনও সত্যতা নেই। তাঁকে কেউ ভোটে দাঁড়াতে বলেওনি। সিনেমাই তাঁর ধ্যানজ্ঞান। শোনা যাচ্ছে, ভোপালের জনৈক পুরপ্রতিনিধি যোগেন্দ্র সিংহ চৌহান কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে চিঠি লিখে বলেছেন, ভোপাল লোকসভা আসনে বিজেপিকে হারাতে করিনা আদর্শ মুখ হতে পারেন। এমনকী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথকে এ ব্যাপারে বোঝাতে তাঁর সঙ্গে দেখা করার সময়ও চেয়েছেন তিনি। করিনা ভোট নিয়ে আগ্রহী না হলেও তাঁর প্রয়াত শ্বশুর, বিখ্যাত ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি ১৯৯১ সালে ভোপাল আসন থেকেই ভোটে লড়েন। তবে পরাস্ত হন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















