এক্সপ্লোর
Advertisement
কর্ণাটকে বন্যাদুর্গতদের দিকে বিস্কুটের প্যাকেট ছুঁড়ে দিলেন পূর্তমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দাদা এইচ ডি রেবান্না, ভিডিও ভাইরাল
বেঙ্গালুরু: কর্ণাটকে বন্যার মধ্যেই বিতর্কে জড়ালেন পূর্তমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর দাদা এইচ ডি রেবান্না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাসান জেলায় একটি ত্রাণশিবিরে বন্যাদুর্গতদের দিকে বিস্কুটের প্যাকেট ছুঁড়ে দিচ্ছেন রেবান্না। বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও এই ভিডিও সম্প্রচারিত হয়েছে। এরপরেই শুরু হয়েছে সমালোচনা। বিজেপি নেতাদের পাশাপাশি সাধারণ মানুষও রেবান্নার আচরণকে অসংবেদনশীল আখ্যা দিয়েছেন। তাঁকে কটাক্ষ করে বিজেপি নেতা এস সুরেশ কুমার ফেসবুকে লিখেছেন, ‘প্রিয় পূর্তমন্ত্রী, (বন্যাদুর্গতদের দিকে) বিস্কুট ছুঁড়ে দেওয়া জনগণের জন্য কাজ নয়। এটা অহং, অভদ্র আচরণ।’
We as citizens of Karnataka had to stand in solidarity with victims of flood disaster & show compassion,! but look how district incharge minister of Hassan Mr Revanna throws biscuits at the victims displaying sheer arrogance. He needs to first learn to respect human sentiments. pic.twitter.com/KkNmDtJnHK
— Balaji Srinivas (@BuzzInBengaluru) August 20, 2018
কুমারস্বামী অবশ্য দাদার পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘টেলিভিশনে যে ঘটনা দেখানো হচ্ছে, সেটা আমার নজরে এসেছে। আমি এটাকে অন্যভাবে নিইনি। আমি খোঁজ নিয়ে জেনেছি, বিস্কুট বিলি করার সময় সেখানে বহু মানুষ ছিলাম। নড়াচড়া করার জায়গা ছিল না।’
Look at the arrogance of Revanna,
PWD minister of Karnataka
& also son of Former PM Devegowda
There is a way to treat the flood effected people
These people never begged anything but today they literally need help
But this minister is treating them worse than a Dog pic.twitter.com/CcefU5p7cA
— Mahesh Vikram Hegde (@mvmeet) August 20, 2018
রেবান্নাও নিজের আচরণের সাফাই দিয়ে বলেছেন, তাঁর ভাবমূর্তিকে ভুলভাবে দেখানো হচ্ছে। এতে তিনি ব্যথিত। তিনি যদি অন্য কাউকে বিস্কুট বিলি করতে বলতেন, তাহলে বোধহয় এই বিতর্ক তৈরি হত না।
পূর্তমন্ত্রীর ছেলে প্রজওয়াল রেবান্নাও বাবার পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘আমার বাবা একজন নম্র ব্যক্তি। জলবন্দিদের জন্য চিন্তা করেন বলেই তিনি ত্রাণশিবিরে গিয়েছিলেন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement