এক্সপ্লোর
Advertisement
এটিএম মেশিনের ভেতর ঢুকে পড়ল বিশাল সাপ, ভাইরাল ভিডিও, তাজ্জব সোশ্যাল মিডিয়া
কয়েকদিন আগেই দিল্লির একটি এটিএমে এক বাঁদরের তাণ্ডবের ঘটনা সামনে এসেছিল। এবার এটিএমের ভেতর আরও এক প্রাণীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়ে নিয়েছে। বুধবার গাজিয়াবাদের একটি এটিএম কিওস্কে ঢুকে পড়ে এক সাপ। এরপর মেশিনের ওপরে চড়ে ভেতরে ঢুকে যায় সাপটি। আঁতকে ওঠার মতো এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
নয়াদিল্লি: কয়েকদিন আগেই দিল্লির একটি এটিএমে এক বাঁদরের তাণ্ডবের ঘটনা সামনে এসেছিল। এবার এটিএমের ভেতর আরও এক প্রাণীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়ে নিয়েছে। বুধবার গাজিয়াবাদের একটি এটিএম কিওস্কে ঢুকে পড়ে এক সাপ। এরপর মেশিনের ওপরে চড়ে ভেতরে ঢুকে যায় সাপটি। আঁতকে ওঠার মতো এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে আইসিআইসিআই ব্যাঙ্কের একটি এটিএমে এই ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা গিয়েছে, এটিএমের ভেতরে সাপ দেখে দরজা বন্ধ করে দেন এক রক্ষী। প্রথমে কাঁচের দেওয়ালের ঘেরাটোপ দিয়ে বেরিয়ে আসার রাস্তা খুঁজছিল লম্বা ওই সাপটি। পরে মেশিনের ওপর চড়ে ওপরের একটি গর্তে ঢুকে যায়। ভিডিওতে এক গ্রাহককে বলতে শোনা গিয়েছে, আরে, এ তো ভেতরে ঢুকে গেল।
শহরের গোবিন্দপুরী এলাকায় এই ঘটনা ঘটেছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা তা দেখে স্তম্ভিত। কেউ কেউ মন্তব্য করেছেন, এ তো ভয়াবহ।
আবার রঙ্গ রসিকতাও কম হচ্ছে নাা।এক ইউজার বলেছেন, ও আসলে টাকা তুলতে এসেছিল। নিরীহ এই প্রাণীকে দেখে ভয় পেয়েছে লোকজন।
জানা গেছে, পরে সাপটিকে উদ্ধার করেন বন বিভাগের আধিকারিকরা। জেলার বন বিভাগের আধিকারিক দীক্ষা ভাণ্ডারি বলেছেন, ওই সাপটি বিষধর নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফুটবল
জেলার
জেলার
Advertisement