এক্সপ্লোর
Advertisement
মেঝেতে মশারীর মধ্যে ঘুমচ্ছিল দুই সন্তান, পাশে এসে শুয়ে পড়ল চিতাবাঘের শাবক!
নাসিক: রাতে ঘরের মেঝেতে মশারির নীচে ঘুমচ্ছিল দুই সন্তান। সকালে মা উঠে দেখেন, দুই সন্তানের পাশে নিশ্চিন্তে নিদ্রায় রয়েছে আরও এক সন্তান। তবে মানুষের নয়, চিতাবাঘের।
ঘটনাটি মহারাষ্ট্রের নাসিকের উপজাতি-অধ্যুষিত ইগতপুরি মহকুমার অন্তর্গত ধমনগাঁওয়ের। এই দৃশ্য দেখেই আঁতকে ওঠেন মা। সঙ্গে সঙ্গে পাড়া-প্রতিবেশীদের ডাকেন। বন দফতরের আধিকারিক গোরক্ষনাথ যাদব জানান, কোনও ফাঁকে সাড়ে তিনমাসের চিতাবাঘটি ঘরে ঢুকে মশারীর ফাঁক দিয়ে ঘুমন্ত শিশুদের পাশে ঘুমিয়ে পড়ে।
তিনি বলেন, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ মণীষা বার্দে দেখেন, চিতাবাঘের শাবকটি দুই শিশুর পাশে ঘুমোচ্ছে। শাবকটি যাতে না জেগে যায়, তার জন্য সতর্ক হয়ে, নিজের দুই সন্তানকে মশারীর মধ্যে থেকে বের করে এনে সদর দরজা বাইরে থেকে দিয়ে প্রতিবেশীদের জড়ো করেন। পরে, বন দফতরের আধিকারিকরা এসে চিতাবাঘের শাবকটিকে নিয়ে যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement