LIVE UPDATE: মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় বিজেপি প্রার্থী জ্যোতিরাদিত্য
LIVE
Background
ভোপাল: চরম রাজনৈতিক সঙ্কটের মুখেও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ আশাবাদী, তিনি সরকার ধরে রাখতে সক্ষম।
গতকাল কংগ্রেসের প্রথম সারির নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দলত্যাগ করেন। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন। একইসঙ্গে কংগ্রেস-ত্যাগ করেন তাঁর অনুগামী ২১ বিধায়ক।
এরপরই, বিধানসভায় আসন-সংখ্যার নিরিখে সংখ্যালঘু হয়ে যায় শাসক দল। যদিও, মুখ্যমন্ত্রী জানান, চিন্তার কোনও কারণ নেই। মঙ্গলবার রাতে তিনি বলেন, আমরা আমাদের সংখ্যা প্রমাণ করব। আমাদের সরকার নিজেদের মেয়াদ সম্পন্ন করবে।
এদিকে, ইস্তফার পরই, সিন্ধিয়াকে দল থেকে বরখাস্ত করে কংগ্রেস। যদিও, প্রবল জল্পনা থাকলেও, মঙ্গলবার বিজেপিতে যোগ দেননি তিনি। তবে, সূত্রের খবর, শীঘ্রই তিনি পদ্ম-শিবিরে যোগ দিতে চলেছেন। হতে পারেন রাজ্যসবার সাংসদ। এমনকী, সম্ভাবনা রয়েছে তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হতে পারেন।
এদিকে, প্রবীণ কং নেতা দ্বিগ্বিজয় সিংহ জানিয়ে দিয়েছেন, কমলনাথের ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। প্রয়োজনে, বিধানসভায় শক্তি-পরীক্ষা হবে। সেখানে দেখা যাবে।
দ্বিগ্বিজয় আরও দাবি করেন, সিন্ধিয়ার দলত্যাগ আটকাতে যথেষ্ট চেষ্টা করেছিলেন তাঁরা। বলেন, ওকে উপ-মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হয়। প্রত্যাখ্যান করে। প্রদেশ সভাপতির পদ দেওয়া হয়। প্রত্যাখ্যান করে। এমনকী, বলা হয়, রাজ্যসভাতেও পাঠানো হবে। তাতেও, মানেনি।