এক্সপ্লোর
Advertisement
সুপ্রিম কোর্ট ফের তুলল ম্যাগি মামলা, বিপাকে নেসলে
নয়াদিল্লি: আবার বিপাকে ম্যাগি। সুপ্রিম কোর্ট ন্যাশনাল কনজিমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন বা এনসিডিআরসি-তে কেন্দ্রীয় সরকার ম্যাগির বিরুদ্ধে যে অভিযোগ করেছিল, তার ফের শুনানি চালু করেছে। এই মামলায় বেআইনিভাবে ব্যবসা করা, ভুল তথ্য ভরা প্রচার ও মিথ্যে বিজ্ঞাপনের জন্য ম্যাগি প্রস্তুতকর্তা নেসলে ইন্ডিয়ার কাছে ৬৪০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়।
২০১৫-র শেষে শীর্ষ আদালত এই মামলায় স্থগিতাদেশ দেয়, মাইসোরের সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট বা সিএফটিআরআই-কে বলে, ম্যাগির নমুনা পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য।
নেসলে ইন্ডিয়ার হয়ে আজ শীর্ষ আদালতে অবতীর্ণ হন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, ম্যাগির নমুনা পরীক্ষা করে কেন্দ্রীয় ল্যাবরেটরি জানিয়েছে, ম্যাগি নুডলসে সীসা আছে নির্দিষ্ট সীমার মধ্যে। কিন্তু এই আশ্বাসে হিতে বিপরীত হয়। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও হেমন্ত গুপ্তের বেঞ্চ প্রশ্ন করে, সীসা দেওয়া ম্যাগি আমরা খাব কেন? কেন্দ্রীয় সরকারের হয়ে দাঁড়ানো অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ল্যাবের রিপোর্ট যখন পাওয়াই গিয়েছে তখন এই মামলার শুনানি আবার এনসিডিআরসি-তে যাওয়া উচিত। সেই সওয়াল মেনে নিয়ে শীর্ষ আদালত জানিয়ে দেয়, কেন্দ্রীয় ল্যাবরেটরির রিপোর্টের ভিত্তিতে এনসিডিআরসি-তে হবে ম্যাগি মামলার শুনানি।
যদিও অভিষেক মনু সিংভি ও আর এক আইনজীবী অরবিন্দ দাত্তার এই মামলা আবার এনসিডিআরসি-তে ফেরত পাঠানোর বিরোধিতা করেন। তাঁদের বক্তব্য, ম্যাগিতে যে সীসা রয়েছে তা দেখা যাচ্ছে, নির্ধারিত সীমার মধ্যেই, তাছাড়া আরও কিছু খাদ্যে সীসা রয়েছে। অতএব এর পরে এনসিডিআরসি-র এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু থাকে না। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দেয়, এনসিডিআরসি-র কাজে তারা হস্তক্ষেপ করবে না, ল্যাব রিপোর্ট পাঠানো হবে কমিশনে, তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
২০১৫ সালে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে এনসিডিআরসি-তে অভিযোগ করে, বেআইনিভাবে ম্যাগি নুডলসের ব্যবসা করে ও ভুল তথ্য দিয়ে তারা ভারতীয় ক্রেতাদের ক্ষতি করছে। তারা বলছে, ম্যাগি নুডলস টেস্টি ভি, হেলদি ভি, আসলে যা সত্যি নয়, এর মধ্যে অত্যন্ত বেশি মাত্রায় সীসা ও ক্ষতিকর এমএসজি রয়েছে। এই অভিযোগের পর বাজার থেকে ম্যাগি নুডলস তুলে নিতে বাধ্য হয় নেসলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement