এক্সপ্লোর
পালঘরের পর নান্দেদ, ফের মহারাষ্ট্রে দুই সাধুকে খুনের অভিযোগ
মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী অশোক চবন জানিয়েছেন, এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়।

মুম্বই: পালঘরে দুই সাধুকে পিটিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মহারাষ্ট্রে দুই সাধুকে খুনের অভিযোগ। নান্দেদে আশ্রমের মধ্যেই ওই দুই সাধুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল। মৃত সাধুদের মধ্যে একজনের নাম শিবাচার্য মহারাজ গুরু। অপরজন তাঁর শিষ্য। আজ ভোরে আশ্রমের মধ্যেই শৌচাগারের কাছে ওই দুই সাধুর মৃতদেহ পাওয়া যায়। সাই নাথ লিঙ্গাদে নামে এক ব্যক্তির বিরুদ্ধে দুই সাধুকে খুনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি খুনের পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও, পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
নান্দেদের পুলিশ সুপার বিজয় কুমার মগর জানিয়েছেন, ‘গতকাল রাতে নান্দেদের উমরিতে দুই সাধুর দেহ পাওয়া যায়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহত দুই সাধু ও হত্যাকারী একই সম্প্রদায়ের। ফলে এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনও যোগ নেই।’ মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী অশোক চবন জানিয়েছেন, এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়।
নান্দেদের পুলিশ সুপার বিজয় কুমার মগর জানিয়েছেন, ‘গতকাল রাতে নান্দেদের উমরিতে দুই সাধুর দেহ পাওয়া যায়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহত দুই সাধু ও হত্যাকারী একই সম্প্রদায়ের। ফলে এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনও যোগ নেই।’ মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী অশোক চবন জানিয়েছেন, এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















