এক্সপ্লোর
বাড়ির সামনে প্রস্রাবের প্রতিবাদে চড় মারায় এক যুবককে খুন
সোমবার দুপুর নাগাদ এক ব্যক্তির ভর্তি হওয়ার ব্যাপারে তারা এইমসের ট্রমা সেন্টার থেকে জানতে পারে। এইমসের ট্রমা সেন্টারে পৌঁছনোর পর পুলিশকে লিউর ভাই সঞ্জয় জানান যে, সোমবার দুপুর সোয়া বারোটা নাগাদ নেহরু ক্যাম্পের কাছে একটি গণ শৌচাগারে স্নান সেরে ফেরার পথে তিনি দেখেন যে লিউকে কয়েকজন মিলে মারধর করছে।
![বাড়ির সামনে প্রস্রাবের প্রতিবাদে চড় মারায় এক যুবককে খুন Man beaten to death after he slaps a person for urinating outside his house বাড়ির সামনে প্রস্রাবের প্রতিবাদে চড় মারায় এক যুবককে খুন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/04144529/crime.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বাড়ির সামনে প্রস্রাব করছিল এক ব্যক্তি। এজন্য তাকে চড় মারায় ২৬ বছরের এক যুবককে কংক্রিটের স্ল্যাবের আঘাতে খুন করা হল। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দ পুরী এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লিউ। তাঁর বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি সহ ১৭ টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর নাগাদ এক ব্যক্তির ভর্তি হওয়ার ব্যাপারে তারা এইমসের ট্রমা সেন্টার থেকে জানতে পারে। এইমসের ট্রমা সেন্টারে পৌঁছনোর পর পুলিশকে লিউর ভাই সঞ্জয় জানান যে, সোমবার দুপুর সোয়া বারোটা নাগাদ নেহরু ক্যাম্পের কাছে একটি গণ শৌচাগারে স্নান সেরে ফেরার পথে তিনি দেখেন যে লিউকে কয়েকজন মিলে মারধর করছে। রবি, নীলকমল, তাদের বাবা মান সিংহ ও মা মীরা লিউকে মারধর করছিল বলে জানান সঞ্জয়। দক্ষিণ-পূর্বের পুলিশ কমিশনার চিন্ময় বিসওয়াল এ কথা জানিয়েছেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, লিউ-র ঝুপড়ির সামনে প্রস্রাব করছিল মান সিংহ (৬৫)। এতে আপত্তি জানিয়ে লিউ মান সিংহকে থাপ্পড় মারলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরইমধ্যে ঘটনাস্থলে ছুটে আসে মান সিংহর দুই ছেলে রবি ও নীলকমল। রবি লিউকে একটি কংক্রিকের চাঙড় দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় লিউকে এইমসের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারগুলিতে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)