(Source: ECI/ABP News/ABP Majha)
পর্রীকরের শারীরিক অবস্থার অবনতি, নতুন মুখ্যমন্ত্রী নিয়ে ভাবনাচিন্তা বিজেপির
পানাজি: ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের স্বাস্থ্য। চিন্তায় গোয়ার বিজেপি নেতারা। আজ রবিবার ফের বৈঠকে বসছেন তাঁরা। সূত্রের খবর, বৈঠকে মনোহর পর্রীকরের স্বাস্থ্য নিয়ে আলোচনার সঙ্গে কথা হতে পারে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা নিয়েও।
উল্লেখ্য, দুই বিজেপি বিধায়কের মৃত্যুতে গোয়ায় সংখ্যাগরিষ্ঠ দলের তকমা হারিয়েছে ভারতীয় জনতা পার্টি। গোয়া বিধানসভায় এখন বিজেপির বিধায়ক সংখ্যা ১৩। কংগ্রেসের বিধায়ক সংখ্যা সেখানে ১৪। এমন অবস্থায় ইতিমধ্যেই সরকার গঠনের দাবি জানিয়েছে রাহুল গাঁধীর দল। এই পরিস্থিতিতে কার্যত বাধ্য হয়েই আলোচনায় বসছে গেরুয়া শিবির। শরিকরা পর্রীকরের সরকারকে সমর্থন দেবে বলে আস্থা জোগালেও জমি শক্ত করতে চাইছে বিজেপি। আর সেটার জন্য প্রয়োজন স্থায়ী পরিষদীয় নেতা।
দলের নেতাদেরই অনেকে বলছেন, মনোহর পর্রীকরের শারীরিক অবস্থা যেভাবে অবনতির দিকে এগোচ্ছে, এখনই একটি সিদ্ধান্ত নেওয়া উচিত। নতুন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী ও কোর কমিটির নেতা দয়ানন্দের ইঙ্গিতবহ মন্তব্য, “যদি মনোহর পর্রীকর সুস্থ থাকতেন, তাহলে নেতৃত্বের বদল নিয়ে কোনও প্রশ্নই ছিল না। যেহেতু তিনি সুস্থ নন এবং প্রতিনিয়ত তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তাই দলের উচিত একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া। আমার মনে হয় সেট হবেও। যদি সরকার চালাতে হয়, তাহলে একজন মুখ্যমন্ত্রীর প্রয়োজন। একজন ক্যাবিনেট নেতার প্রয়োজন, কারণ ক্যাবিনেটই সব সিদ্ধান্ত নেয়।”
তবে গোয়া বিজেপি-র তরফে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য আসেনি। বরং অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত মনোহর পর্রীকরের উপরই আস্থা রাখছেন তাঁরা। গোয়া বিজেপি-র মুখপাত্র জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের উপর তাঁদের ভরসা আছে। গোয়ার রাজনৈতিক পরিস্থিতি এখন টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে বিজেপি আশাবাদী, এই পরিস্থিতিতেও তাঁরা সাফল্যই পাবে।