এক্সপ্লোর
Advertisement
দেশের ১২৫ কোটি মানুষ আমায় আশীর্বাদ করছেন, ভয় পাব কেন? কর্ণাটকের জনসভা থেকে বিরোধীদের আক্রমণ মোদির
কালবুর্গি: কর্ণাটকের জনসভা থেকে বিরোধীদের বিজেপি-বিরোধী জোটকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘৩০ বছর পরে কেন্দ্রে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠিত হয়। এই সরকার সম্পূর্ণ হওয়ায় কাজ শেষ করতে পেরেছে। যদি সরকারের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না থাকত, তাহলে কাজও অর্ধসমাপ্ত থেকে যেত। এই কারণেই মোদি এখন বিরোধীদের কাছে আতঙ্ক হয়ে গিয়েছে। তাদের দিন-রাত একটাই কাজ-মোদি হটাও।’
পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার আক্রমণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মোদি নয়, ভারতের ১২৫ কোটি নাগরিকের জন্যই এটি সম্ভব হয়েছে। আমরা সন্ত্রাসবাদ, দারিদ্র্য ও দুর্নীতি দূর করার চেষ্টা করছি আর বিরোধীরা আমাকে সরানোর জন্য একজোট হচ্ছে। বিরোধীদের জোট মহাভেজাল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পরিবারের জন্য রাজনীতি করছেন। তাঁরা মজবুত সরকারকে ভয় পাচ্ছেন। তাই তাঁরা ‘মজবুর’ সরকার তৈরি করতে চাইছেন।’
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা উল্লেখ করে মোদি বলেছেন, ‘আপনারা জেনে আশ্চর্য হবেন, প্রতি বছর ভুয়ো ব্যক্তিদের নামে ১,১০,০০০ কোটি টাকা মধ্যস্থতাকারীদের হাতে চলে যেত। এখন এটা বন্ধ হয়ে গিয়েছে। এখন আপনারাই আমাকে বলুন, যারা এই টাকা পেত, তারা কি মোদি জিন্দাবাদ বলবে? তারা কি মোদিকে অপমান করবে না? আমার কি তাদের অপমানকে ভয় পাওয়া উচিত? ভারতের ১২৫ কোটি মানুষ আমাকে শক্তি দিয়েছেন। আপনারা আমার সঙ্গে আছেন। আমার কি ভয় পাওয়া উচিত? অনেক সময় ভুলের বড় খেসারত দিতে হয়। দেশকে রক্ষা করতে হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement