এক্সপ্লোর
Advertisement
বিদ্যুৎ বিপর্যয়ে স্তব্ধ মুম্বই, বন্ধ ট্রেন, ট্রাফিক সিগন্যাল, আঁধারে হাসপাতাল!
নবি মুম্বই, থানের বিস্তীর্ণ অঞ্চলও বিদ্যুৎহীন। বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) সূত্রে খবর, টাটার ইনকামিং ইলেকট্রিক সাপ্পাই ব্যাহত হওয়ার জেরেই এই বিদ্যুৎ বিপর্যয়।
মুম্বই: বিদ্যুৎহীন মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা। বিশাল এলাকার ট্রেন চলাচলও স্তব্ধ। কার্যত থমকে গিয়েছে বাণিজ্যনগরীর একাংশ। শহরের বিদ্যুৎ সরবরাহ বোর্ডের তরফে জানানো হয়েছে, টাটার ইলেকট্রিক সাপ্লাই ব্যাহত হওয়ার জেরেই এই বিদ্যুৎ বিপর্যয়। শুধু ট্রেন নয়, বেশ কিছু এলাকার ট্রাফিক সিগন্যালও বন্ধ। এককথায় থমকে গিয়েছে দেশের অন্যতম ব্যস্ত শহর। এমন বিদ্যুৎ বিপর্যয় নিকট অতীতে দেখেনি মুম্বই।
নবি মুম্বই, থানের বিস্তীর্ণ অঞ্চলও বিদ্যুৎহীন। বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) সূত্রে খবর, টাটার ইনকামিং ইলেকট্রিক সাপ্পাই ব্যাহত হওয়ার জেরেই এই বিদ্যুৎ বিপর্যয়। টাটার গ্রিড ফেলইয়র হওয়াতেই এই সমস্যা। ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেছেন যাত্রীরা। সূত্রের খবর, বিদ্যুৎহীন হয়ে পড়ে কিছু হাসপাতালও। ব্যাহত হয়েছে পরিষেবা।
সকাল পৌনে ১১ টা নাগাদ এই সমস্যার সূত্রপাত। কিন্তু বহুক্ষণ পরেও সমস্যার সমাধান হয়নি। বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের তরফে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ চলছে।Mumbai: Commuters seen waiting at Mulund Station as train services are disrupted due to power outage after a grid failure
BMC says, "it will take 45 minutes to 1 hour to restore the power supply." pic.twitter.com/Dwjq4el7Hc — ANI (@ANI) October 12, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement