এক্সপ্লোর
Advertisement
মুম্বইয়ের হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ৬, জখম ১৪৭
মুম্বই: মুম্বইয়ের ইএসআইসি কামগর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু হল। জখম অন্তত ১৪৭ জন। শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দমকলের ১০টি ইঞ্জিন ও জলের ১৫টি ট্যাঙ্কার ঘটনাস্থলে গিয়েছে। আটকে পড়া ব্যক্তিদের মইয়ের সাহায্যে উদ্ধার করা হয়েছে। জখম ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।
#UPDATE Death toll rises to 6 in the fire that broke out in ESIC Kamgar hospital in Andheri, Mumbai. 147 people have been rescued till now. https://t.co/bCSbsAOxHZ
— ANI (@ANI) December 17, 2018
মুম্বইয়ের মেয়র ভি মহাদেশ্বর জানিয়েছেন, ‘আজ বিকেল ৪.১৫ মিনিট নাগাদ আন্ধেরি অঞ্চলের ওই আগুন লাগে। মহারাষ্ট্র শিল্প উন্নয়ন নিগম অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরীক্ষা করে। এক্ষেত্রে সেই পরীক্ষা করা হয়েছিল কি না, সেটা খতিয়ে দেখা হবে।’
বৃহন্মুম্বই পুরসভার দমকল বিভাগের প্রধান পি এস রাহাঙ্গদালে জানিয়েছেন, ওই পাঁচতলা ভবনের উপরের দিকে আগুন ধরে যায়। গোটা ভবন ধোঁয়ায় ঢেকে যায়। তৃতীয় তলেই আগুন নিভিয়ে দিতে সক্ষম হন দমকলকর্মীরা। সেখান থেকে চিকিৎসক, নার্স ও রোগীদের উদ্ধার করা হয়। কোনও রোগী বা তাঁদের আত্মীয়রা আটকে আছেন কি না, সেটা খুঁজে দেখা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement