এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
সংবাদমাধ্যমে ২ বছরের জন্য সরকারি বিজ্ঞাপন বন্ধের প্রস্তাব সনিয়ার, বিরোধিতায় নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সনিয়া বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অর্থ সংগ্রহের পাঁচটি উপায় রয়েছে। তার একটি হল সৌন্দর্যায়নের কাজ বন্ধ রাখা এবং অন্য উপায়টি হল দু’বছরের জন্য সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করা।
![সংবাদমাধ্যমে ২ বছরের জন্য সরকারি বিজ্ঞাপন বন্ধের প্রস্তাব সনিয়ার, বিরোধিতায় নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন News Broadcasters Association Calls on Sonia Gandhi to Withdraw Suggestion to Ban Media Ads by Government সংবাদমাধ্যমে ২ বছরের জন্য সরকারি বিজ্ঞাপন বন্ধের প্রস্তাব সনিয়ার, বিরোধিতায় নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/11/15123932/sonia.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী দু’বছরের জন্য সংবাদমাধ্যমে সবরকম সরকারি বিজ্ঞাপন বন্ধ করার প্রস্তাব দিলেও, তার বিরোধিতা করল নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘যখন সংবাদমাধ্যমের কর্মীরা জীবনের ঝুঁকির তোয়াক্কা না করে মানুষের কাছে খবর পৌঁছে দিচ্ছেন, সেই সময় কংগ্রেস সভানেত্রীর কাছ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত হতাশাজনক।’
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সনিয়া বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অর্থ সংগ্রহের পাঁচটি উপায় রয়েছে। তার একটি হল সৌন্দর্যায়নের কাজ বন্ধ রাখা এবং অন্য উপায়টি হল দু’বছরের জন্য সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করা। এছাড়া রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় মন্ত্রী, সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমলাদের বিদেশ সফরও স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন সনিয়া।
কংগ্রেস সভানেত্রীর অন্য কোনও প্রস্তাবে আপত্তি না জানালেও, সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বন্ধের পরামর্শের বিরোধিতা করেছে নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন। বিবৃতিতে জানানো হয়েছে, ‘একদিকে আর্থিক মন্দার জেরে বৈদ্যুতিন সংবাদমাধ্যমের বিজ্ঞাপন বাবদ আয় কমেছে। অন্যদিকে দেশজুড়ে লকডাউনের জেরে আর্থিক ধাক্কা লেগেছে। সাংবাদিক এবং অন্যান্য কর্মীদের সুরক্ষার জন্য অনেক টাকা খরচ করতে হচ্ছে নিউজ চ্যানেলগুলিকে। ফলে সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বন্ধের প্রস্তাব সময়োপযোগী তো নয়ই, বিধিবহির্ভূতও বটে। এই প্রস্তাব প্রত্যাহার করা উচিত সনিয়ার।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)