এক্সপ্লোর
Mamata Banerjee: হাঁটতে হাঁটতে জনসংযোগ, কোলে নিলেন খুদেদের, পাহাড়ে শিশুদিবস পালন মমতার
West Bengal News: পাহাড়ে এখন শীতের আমেজ। শীত মানেই তো মেলা।

ছবি সৌজন্যে- মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক হ্যান্ডেল
1/8

হাঁটতে হাঁটতেই সারলেন জনসংয়োগ। কখনও কোলে তুলে নিলেন পাহাড়ি শিশুকে। শুনলের রাস্তার পাশে দাঁড়ানো সাধারণ মানুষের অভাব-অভিযোগ।
2/8

সোমবার থেকে শুরু হয় মুখ্যমন্ত্রীর পাহাড় সফর। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়ে ওঠার রাস্তায় মানুষের আব্দারে বার বার থমকেছে কনভয়।
3/8

মঙ্গলবার পাহাড় সফরের দ্বিতীয় দিনে জিটিএ, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন।
4/8

পাহাড়ে এখন শীতের আমেজ। শীত মানেই তো মেলা। বুধবার ম্যালে সরস মেলা ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এতদিন শিলিগুড়িতে হত এই মেলা। এবার প্রথম হল পাহাড়ে।
5/8

এরই মধ্যে বুধবার মুখ্যমন্ত্রী হাঁটতে যান চিড়িয়াখানার রাস্তায়। কর্তৃপক্ষ আর্জি জানান, চারটি সদ্যোদাত রেড পাণ্ডা ও ২টি তুষার চিতার নামকরণের জন্য।
6/8

মমতা বন্দ্যোপাধ্যায় তুষার চিতার নাম দেন চার্মিং ও ডার্লিং। রেড পান্ডাগুলির নাম হয় পাহাড়িয়া, ভিক্ট্রি, হিলি ও ড্রিম।
7/8

বৃহস্পতিবার শিশুদিবসে অনেকটা সময় ছোটদের সঙ্গে কাটান মুখ্যমন্ত্রী। উপহার দেন চটোলেট। মুখ্যমন্ত্রী হিসেবে ম্যালে প্রথম শিশুদিবস পালন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
8/8

৩ রাত ৪ দিনের পাহাড় সফর শেষ করে এদিন তিনি নেমে আসেন শিলিগুড়িতে। আজ বিকেলে ফিরবেন কলকাতায়।
Published at : 15 Nov 2024 08:58 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
