এক্সপ্লোর
Advertisement
প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেবাঞ্জনের ঘনিষ্ঠতা মানতে না পেরেই খুন! জেরায় স্বীকার নিমতা হত্যারহস্যের মূল অভিযুক্ত প্রিন্সের, দাবি পুলিশের
পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত জানিয়েছে, দেবাঞ্জনের বর্তমান বান্ধবীর সঙ্গে তার তিনবছর ধরে সম্পর্ক ছিল। দেবাঞ্জনের সঙ্গে প্রাক্তন প্রেমিকার ঘনিষ্ঠতা সহ্য করতে না পেরেই খুনের ছক কষে প্রিন্স।
কলকাতা: নিমতায় দেবাঞ্জন দাস খুনে নতুন তথ্য। পুলিশের দাবি, খুনের কথা কবুল করেছে দেবাঞ্জনের বান্ধবীর প্রাক্তন প্রেমিক প্রিন্স সিংহ।
পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত জানিয়েছে, দেবাঞ্জনের বর্তমান বান্ধবীর সঙ্গে তার তিনবছর ধরে সম্পর্ক ছিল। দেবাঞ্জনের সঙ্গে প্রাক্তন প্রেমিকার ঘনিষ্ঠতা সহ্য করতে না পেরেই খুনের ছক কষে প্রিন্স। জেরায় ধৃতের দাবি, সল্টলেকের সেক্টর থ্রি-র একটি ধাবায় বসে মাত্র ২ ঘণ্টার মধ্যে দেবাঞ্জনকে খুনের পরিকল্পনা করে সে।
বন্ধু বিশাল মারু দেবাঞ্জনের গতিবিধি সম্পর্কে তাকে খবর দিচ্ছিল। বিরাটিতে এক বন্ধুর কাছ থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বিশালের স্কুটারে চড়ে দেবাঞ্জনের গাড়িটিকে ধাওয়া করে প্রিন্স। বান্ধবীকে নামানোর পর, রাস্তায় দেবাঞ্জনের গাড়ি থামায় সে। দুজনের মধ্যে বাদানুবাদ শুরু হয়, এরপর রাস্তায় দাঁড়িয়েই দেবাঞ্জনকে গুলি করে প্রিন্স। গুলি করার পর, বিশালের স্কুটার নিয়ে চম্পট দেয় সে। জেরায় জানিয়েছে ধৃত, দাবি পুলিশের।
শনিবার দেবাঞ্জন খুনের ১২ দিনের মাথায় বজবজে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রিন্সকে। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে শেষপর্যন্ত দেবাঞ্জন খুনে মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশের চোখে ধুলো দিতে সে চুলের স্টাইল বদলে ফেলেছিল, কেটে ফেলেছিল গোঁফ। তাতেও হয়নি শেষরক্ষা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement