এক্সপ্লোর
Advertisement
নির্ভয়া মামলা: অক্ষয়ের প্রাণভিক্ষা খারিজ রাষ্ট্রপতির
এখনও পর্যন্ত ফাঁসির সাজা পাওয়া চতুর্থ অপরাধী পবন গুপ্ত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চায়নি।
নয়াদিল্লি: নির্ভয়া মামলার অন্যতম অপরাধী অক্ষয় সিংহ ঠাকুরের ক্ষমাপ্রার্থনায় সাড়া দিলেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি এই আর্জি খারিজ করে দিয়েছেন। এর আগে এই মামলায় দোষী সাব্যস্ত হওয়া মুকেশ সিংহ ও বিনয় শর্মার প্রাণভিক্ষাও খারিজ করে দেন রাষ্ট্রপতি। এখনও পর্যন্ত ফাঁসির সাজা পাওয়া চতুর্থ অপরাধী পবন গুপ্ত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চায়নি।
২০১৩ সালের মার্চ থেকে নির্ভয়া মামলার শুনানি শুরু হয়। নাবালক হওয়ায় ৬ অভিযুক্তর মধ্যে একজন তিন বছর সংশোধনাগারে থাকার পরেই মুক্তি পেয়ে যায়। শুনানি শুরু হওয়ার কয়েকদিন পরেই অন্যতম অভিযুক্ত রাম সিংহ তিহাড় জেলে আত্মঘাতী হয়। বাকি চারজনের ফাঁসির সাজা দেয় আদালত। নিম্ন আদালত থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও সেই সাজা বহাল থাকে। তবে আইনি জটিলতায় এখনও সেই সাজা কার্যকর করা যায়নি। আজ দিল্লি হাইকোর্ট চার অপরাধীকে আইনি সুরাহার জন্য এক সপ্তাহ সময় দিয়েছে। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র ও দিল্লি সরকার। এরই মধ্যে অক্ষয়ের প্রাণভিক্ষা খারিজ করে দিলেন রাষ্ট্রপতি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অটো
Advertisement