এক্সপ্লোর
কিছুই হয়নি আমার, সম্পূর্ণ সুস্থ আছি, বললেন অমিত শাহ
এ বিষয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, ‘কারও স্বাস্থ্যের বিষয়ে এই ধরনের বিভ্রান্তিকর খবর রটানো সংশ্লিষ্ট ব্যক্তিদের মানসিকতার পরিচয় দেয়। আমি এর তীব্র নিন্দা করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, এই লোকগুলোকে শুভবুদ্ধি দিন।’

নয়াদিল্লি: নিজের স্বাস্থ্য নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার স্বাস্থ্য নিয়ে মনগড়া খবর ছড়ানো হচ্ছে। এমনকী, অনেকে ট্যুইট করে আমার মৃত্যুও কামনা করেছেন। দেশ এখন করোনা ভাইরাসের মতো কঠিন মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কর্তব্য পালন করতে গিয়ে আমি এসবের দিকে নজর দিইনি। বিষয়টি আমার নজরে আসার পর মনে হল, এই ধরনের লোকজন কাল্পনিক ভাবনা নিয়ে আনন্দে আছেন। সেই কারণে আমি কিছু বলিনি। তা সত্ত্বেও আমাদের দলের লক্ষ লক্ষ কর্মী ও শুভাকাঙ্খীরা চিন্তিত হয়ে পড়েছেন। তাঁদের সেই চিন্তা দূর করা দরকার। সেই কারণে আজ আমি জানাচ্ছি, সম্পূর্ণ সুস্থ আছি। আমার কোনওরকম অসুস্থতা নেই। হিন্দুদের ধর্মবিশ্বাস অনুযায়ী, এই ধরনের খবর রটলে শরীর আরও ভাল হয়ে যায়। তাই আশা করি এই ধরনের লোকজন নিজেদের স্বার্থের কথা না ভেবে আমাকে কাজ করতে দেবেন এবং নিজেরাও কাজ করে যাবেন। আমার জন্য চিন্তা করা এবং খোঁজ নেওয়ার জন্য দলের সব কর্মী ও শুভাকাঙ্খীদের কাছে কৃতজ্ঞ। যাঁরা আমার অসুস্থতার ভুয়ো খবর রটাচ্ছিলেন, তাঁদের প্রতিও আমার কোনওরকম বিদ্বেষ নেই। তাঁদেরও ধন্যবাদ জানাচ্ছি।’
मेरे स्वास्थ्य की चिंता करने वाले सभी लोगों को मेरा संदेश। pic.twitter.com/F72Xtoqmg9
— Amit Shah (@AmitShah) May 9, 2020
এ বিষয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, ‘কারও স্বাস্থ্যের বিষয়ে এই ধরনের বিভ্রান্তিকর খবর রটানো সংশ্লিষ্ট ব্যক্তিদের মানসিকতার পরিচয় দেয়। আমি এর তীব্র নিন্দা করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, এই লোকগুলোকে শুভবুদ্ধি দিন।’ খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















