হোটেল-রেস্তোঁরা, ধর্মীয় স্থান, কর্মক্ষেত্র নিয়ে কী নির্দেশিকা জারি করল কেন্দ্র? দেখে নিন একনজরে
এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, ৬৫ বছরের বেশি বয়সি ব্যক্তি, কোমরবিডিটি থাকা ব্যক্তি, অন্ত:সত্ত্বা এবং ১০ বছরের কম বয়সিদের বাড়ি থেকে বেরনো উচিত নয়।
Only asymptomatic staff and customers shall be allowed in the restaurants. Entrance to have mandatory sanitizer dispensers and thermal screening provisions: Union Ministry of Health and Family Welfare#Unlock1 https://t.co/M7fVWts1u8
— ANI (@ANI) June 4, 2020
হোটেল ও রেস্তোঁরার ক্ষেত্রে নির্দেশিকায় বলা হয়েছে, করোনা সংক্রমণ ঠেকানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কনটেনমেন্ট জোনে কোনও হোটেল খুলবে না। কনটেনমেন্ট জোনের বাইরে হোটেল খুলবে। রেস্তোরাঁয় শুধু উপসর্গহীন কর্মী ও অতিথিদের ঢোকার অনুমতি দিতে হবে। ব্যাগ হোটেলের ঘরে পাঠানোর আগে করতে হবে জীবাণুমুক্ত। হোটেলের ঘরে রুম সার্ভিসেও রাখতে হবে সামাজিক দূরত্ব। রেস্তোঁরায় স্যানিটাইজার রাখতে হবে এবং প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করতে হবে। প্রত্যেককে মাস্ক পরে থাকতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। থুতু ফেলা যাবে না। রেস্তোরাঁর কর্মীদের গ্লাভস পরে থাকতে হবে। রেস্তোরাঁয় একসঙ্গে ৫০শতাংশের বেশি গ্রাহক নয়। সরাসরি গ্রাহকের হাতে দেওয়া যাবে না খাবারের প্যাকেট। হোম ডেলিভারির আগে রেস্তোরাঁর কর্মীদের থার্মাল চেকিং করতে হবে।
Union Ministry of Health and Family Welfare has issued Standard Operating Procedure to contain the spread of #COVID19 at restaurants. #Unlock1 pic.twitter.com/mRI4ZmpDld
— ANI (@ANI) June 4, 2020
কর্মক্ষেত্রে নিয়ে কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, সব জায়গা জীবাণুমুক্ত করতে হবে, কর্মীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক, গ্লাভস পরে থাকতে হবে। ঘন ঘন হাত ধুতে হবে বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। কর্মক্ষেত্রে থুতু ফেলা যাবে না। সব কর্মীর ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক। কর্মক্ষেত্রে থার্মাল স্ক্রিনিং করতে হবে। অন্ত:সত্ত্বা ও বয়স্কদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মীদের বসার জায়গায় একে অপরের মধ্যে এক মিটার দূরত্ব রাখতে হবে।
Union Ministry of Health and Family Welfare has issued Standard Operating Procedure to contain the spread of #COVID19 at workplaces. #Unlock1 pic.twitter.com/4kVLSZ6G8b
— ANI (@ANI) June 4, 2020
ধর্মীয় স্থানের ক্ষেত্রে নির্দেশিকায় বলা হয়েছে, কনটেনমেন্ট জোনে খোলা যাবে না কোনও ধর্মীয় স্থান। কনটেনমেন্ট জোনের বাইরে ধর্মীয় স্থান খোলা যাবে। প্রত্যেককে মাস্ক পরে থাকতে হবে, একে অপরের মধ্যে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে, থুতু ফেলা যাবে না, ফোনে আরোগ্য সেতু অ্যাপ রাখতে হবে। এছাড়া বলা হয়েছে, ধর্মীয় স্থানে প্রবেশের দরজায় থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে, প্রার্থনা করার জন্য বাড়ি থেকে নিজস্ব মাদুর বা কাপড় আনতে হবে, কারও সঙ্গে করমর্দন বা আলিঙ্গন করা চলবে না।
Union Ministry of Health and Family Welfare has issued Standard Operating Procedure to contain the spread of #COVID19 in religious places/places of worship. #Unlock1 pic.twitter.com/VbhEocAVRT
— ANI (@ANI) June 4, 2020