Pakistan Emergency: পাকিস্তানে টানটান নাটক, ইস্তফা স্পিকার, ডেপুটি স্পিকারের
অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগেই ইস্তফা দিলেন স্পিকার। স্পিকারের সঙ্গে ইস্তফা দিলেন পাক পার্লামেন্টের ডেপুটি স্পিকার।
/ইসলামাবাদ: মধ্যরাতে পাকিস্তানে টানটান নাটক, ইস্তফা দিলেন স্পিকার (Speaker)। অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগেই ইস্তফা দিলেন স্পিকার। স্পিকারের সঙ্গে ইস্তফা দিলেন পাক পার্লামেন্টের ডেপুটি স্পিকার (Deputy Speaker)। পাক পার্লামেন্ট ছাড়লেন ইমরানের দলের সব সাংসদ।
Speaker National Assembly and Deputy Speaker National Assembly tender resignations: Pak Media
— ANI (@ANI) April 9, 2022
Pakistan | Prisoner vans deployed outside the Parliament House in Islamabad ahead of voting on no-confidence motion against Prime Minister Imran Khan. pic.twitter.com/iaEcXcHTOb
— ANI (@ANI) April 9, 2022
পাক সুপ্রিম কোর্টের (Supreme Court) বাইরে মোতায়েন করা হল পাক সেনাকে। ইসলামবাদের সমস্ত হাসপাতালে জারি করা হল জরুরি অবস্থা। পাকিস্তানের সমস্ত বিমানবন্দরে জারি করা হল অ্যালার্ট। কিছুক্ষণের মধ্যেই পাক পার্লামেন্টে শুরু হবে অধিবেশন। দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে একার লড়াই, বিবৃতি ইমরান খানের। পাকিস্তান ছাড়তে সমস্ত সরকারি আধিকারিকদের নিষেধাজ্ঞা। মধ্যরাতেই আদালতে গেলেন পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ইসলামাবাদে নিরাপত্তা বাড়ল মার্কিন দূতাবাসের। এদিন পার্লামেন্টে ঢোকার মুখে সংবাদমাধ্যমের দিকে তেড়ে যান স্পিকার।
Voting on no-confidence motion against Prime Minister Imran Khan has been started in the Pakistan National Assembly.
— ANI (@ANI) April 9, 2022
(Source: PTV) pic.twitter.com/eHoWycCD7Y
ইতিমধ্যেই পাক জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Pakistan Tehreek-e-Insaf)। তাদের জোটসঙ্গী এমকিউএম-পি হাত মিলিয়েছে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে। ফলে পাকিস্তানের জাতীয় সংসদে বিরোধীরাই এখন সংখ্যাগরিষ্ঠ। তবে এই পরিস্থিতিতেও হাল ছাড়তে নারাজ ইমরান খান। লড়াইয়ের বার্তা দিয়েই আজ অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছেন তিনি।