এক্সপ্লোর
Advertisement
'ম্যান ভার্সাস ওয়াইল্ড'-এর বিশেষ পর্বে আজ নরেন্দ্র মোদী, সকলকে অনুষ্ঠান দেখার অনুরোধ জানিয়ে টুইট
পর্বটির শ্যুটিং হয় জিম করবেট ন্যাশানল পার্কে। মোট ১৮০টি দেশে এই পর্বটি সম্প্রচারিত হবে
নয়াদিল্লি: বিখ্যাত 'ম্যান ভার্সাস ওয়াইল্ড' অনুষ্ঠানে তাঁর বিশেষ পর্ব দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলসের সঙ্গে এই বিশেষ পর্বে দেখা যাবে মোদীকে। আজ, সোমবার রাত ৯টা থেকে সম্প্রচার হবে অনুষ্ঠানটি।
প্রধানমন্ত্রীর মতে, পরিবেশ সংরক্ষণ ও আবহাওয়ার পরিবর্তন নিয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সোমবার তিনি টুইট করেন। মোদী লেখেন, 'পরিবেশ ও আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতনতার বার্তা দিতে চাইলে ভারতের ঘন সবুজ অরণ্যের প্রকৃতি মাতার চেয়ে আর ভাল জায়গা হয় না। রাত নটায় আমার সঙ্গে যোগ দিন।'
তার আগে অনুষ্ঠানটির প্রচারে একটি টুইট করেন অ্যাডভেঞ্চারার গ্রিলসও। যিনি এই অভিযানে মোদীর সঙ্গীও। গ্রিলস লেখেন, 'পৃথিবী রক্ষা করতে, শান্তির আবহ তৈরি করতে এবং অদম্য ইচ্ছাশক্তিকে উৎসাহ দিতে সকলে মিলে এগিয়ে আসুন। শো-টি উপভোগ করুন।' চ্যানেল সূত্রে জানানো হয়েছে, পর্বটির শ্যুটিং হয় জিম করবেট ন্যাশানল পার্কে। মোট ১৮০টি দেশে এই পর্বটি সম্প্রচারিত হবে। গত মাসে টুইটারে অনুষ্ঠানটির প্রোমো দেওয়ার সময় গ্রিলস জানিয়েছিলেন, এই পর্বে ভারতীয় প্রধানমন্ত্রীর অজানা দিকটিও দেখা যাবে। মোদী জানিয়েছিলেন, পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তুলবে এই অনুষ্ঠান। মোদী টুইট করেন, 'ভারতে ঘন সবুজ অরণ্য, বৈচিত্রময় বন্যপ্রাণ, সুন্দর পর্বতাঞ্চল ও নদী - সবই দেখা যায়। এই অনুষ্ঠানটি দেখলে ভারতের বিভিন্ন অঞ্চলে আসতে এবং পরিবেশরক্ষা নিয়ে সচেতন হতে ইচ্ছে করবে।'What better than the lush green jungles of India, in the midst of Mother Nature to throw light on environmental conservation and climate change..Do join at 9 PM tonight! https://t.co/RdndTgUtCF
— Narendra Modi (@narendramodi) August 12, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement