এক্সপ্লোর
Advertisement
ট্রাম্প, মেলানিয়ার তাজমহল পরিদর্শনের সময় সঙ্গে যাচ্ছেন না মোদি, খবর সূত্রের
সোমবার দু’দিনের ভারত সফরে আসছেন ট্রাম্প।
নয়াদিল্লি: ভারত সফরে এসে সোমবার তাজমহল পরিদর্শনে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া। তবে এই সময় তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাকার সম্ভাবনা নেই। এক সরকারি আধিকারিক এমনই জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের তাজমহল পরিদর্শনের সময় তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর থাকার সম্ভাবনা নেই। আগরা গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের লোকজন ঐতিহাসিক স্থাপত্য ঘুরে দেখবেন। এই সফরের সঙ্গে সরকারি কাজকর্মের কোনও সম্পর্ক নেই। ফলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও উচ্চপদস্থ আধিকারিকের থাকার কথা নয়।’
সোমবার দু’দিনের ভারত সফরে আসছেন ট্রাম্প। প্রথমে তিনি আমদাবাদ যাবেন। সেখান থেকে তাঁর আগরা যাওয়ার কথা। সফরসূচি অনুযায়ী, তাজমহল পরিদর্শনের পর নয়াদিল্লি যাবেন ট্রাম্প। সেখানেই তিনি রাত কাটাবেন। এরপর মঙ্গলবার সরকারি বৈঠকে যোগ দেবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement