Vaccination for Pregnant Women: অন্তঃসত্ত্বারাও ভ্যাকসিন নিতে পারবেন, জানাল স্বাস্থ্যমন্ত্রক
COVID-19 vaccination for pregnants: ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অফ ইমিউনাইজেশনের পরামর্শের ভিত্তিতেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
নয়াদিল্লি: করোনার টিকা নিতে পারবেন অন্তঃসত্ত্বারাও। আজ এমনই জানিয়ে দিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অফ ইমিউনাইজেশনের পরামর্শের ভিত্তিতেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অন্তঃসত্ত্বারা কো উইন অ্যাপে নাম নথিভুক্ত করে বা সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারেন। মহিলাদের টিকাকরণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কীভাবে অন্তঃসত্ত্বাদের টিকাকরণ করতে হবে সেই সংক্রান্ত তথ্য, মেডিক্যাল অফিসারদের জন্য কাউন্সেলিং কিট এবং সাধারণ মানুষের জন্য আইইসি মেটিরিয়ালও পাঠিয়ে দেওয়া হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এতদিন অন্তঃসত্ত্বাদের টিকাকরণের বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। এবার সরকারিভাবে নির্দেশিকা জারি করে জানানো হল, অন্তঃসত্ত্বারাও টিকা নিতে পারবেন। অন্তঃসত্ত্বাদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। অন্তঃসত্ত্বারা করোনা আক্রান্ত হলে তাঁদের গর্ভে থাকা সন্তানেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে। সেই কারণে এবার অন্তঃসত্ত্বাদের টিকাকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হল।
স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অন্যান্য ব্যক্তিরা যেভাবে করোনার টিকা নিচ্ছেন, ঠিক সেভাবেই টিকা নিতে পারবেন অন্তঃসত্ত্বারা। কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করে সরকারি বা বেসরকারি হাসপাতালে গিয়ে তাঁরা টিকা নিতে পারবেন। এছাড়া সরাসরি কোনও টিকাকরণ কেন্দ্রে গিয়েও তাঁরা টিকা নিতে পারবেন।
এর আগে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) ডিরেক্টর-জেনারেল ড. বলরাম ভার্গব জানান, অন্তঃসত্ত্বাদেরও করোনা টিকা নেওয়া উচিত। করোনা টিকা নিলে অন্ত্বঃসত্ত্বাদের কোনও সমস্যা হওয়ার কথা নয়।
সম্প্রতি আইসিএমআর-এর একটি সমীক্ষায় জানা যায়, অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া মহিলাদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। করোনা প্রথম ঢেউয়ের সময় অন্তঃসত্ত্বাদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা এতটা বেশি ছিল না। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে সেই আশঙ্কা অনেক বেড়ে গিয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ে আবার শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। সেই কারণে অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া মহিলাদের করোনার টিকা নেওয়া উচিত।