এক্সপ্লোর
নিজের হাতে বানাচ্ছেন মাস্ক, করোনা লড়াইয়ে এবার দেশের ফার্স্ট লেডি!
করোনা মোকাবিলায় এগিয়ে এলেন দেশের ফার্স্ট লেডি! নিজের হাতে সেলাই করে ত্রাণ শিবিরের মানুষদের জন্য মাস্ক বানাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্ত্রী সবিতা কোবিন্দ। লাল মাস্ক পরে রাষ্ট্রপতি ভবনের শক্তি হাট বিভাগে বসে মাস্ক বানাচ্ছেন তিনি। দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের তরফ থেকে ত্রাণ শিবিরে বিতরণ করা হবে এই মাস্ক।

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় এগিয়ে এলেন দেশের ফার্স্ট লেডি! নিজের হাতে সেলাই করে ত্রাণ শিবিরের মানুষদের জন্য মাস্ক বানাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্ত্রী সবিতা কোবিন্দ। লাল মাস্ক পরে রাষ্ট্রপতি ভবনের শক্তি হাট বিভাগে বসে মাস্ক বানাচ্ছেন তিনি। দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের তরফ থেকে ত্রাণ শিবিরে বিতরণ করা হবে এই মাস্ক। সম্প্রতি প্রকাশ্যে আসে করোনা ‘যুদ্ধে’ রাষ্ট্রপতি পত্নীর সামিল হওয়ার কাহিনি। জানা যায়, করোনা পরিস্থিতিতে দিল্লির দুঃস্থদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি ভবনের শক্তি হাট বিভাগে বেশ কিছুদিন ধরেই মাস্ক তৈরি করছেন তিনি। দিনকয়েক আগেই স্বরাষ্ট্রমন্ত্রক থেকে দুর্যোগ মোকাবিলা আইনের আওতায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। স্বাস্থ্য উপদেষ্টারাও বলছেন মাস্ক পরে আর সামাজিক দূরত্ব বজায় রেখেই করোনার মোকাবিলা করা সম্ভব। কিন্তু ত্রাণশিবিরে যাঁরা রয়েছেন, তাঁরা কোথায় পাবেন মাস্ক? সরকারের তরফে জানানো হয়েছে, বাড়িতে বানানো কাপড়ের তৈরি মাস্কও করোনাভাইরাস আটকাতে সক্ষম। একথা মাথায় রেখেই ফার্স্ট লেডির এই উদ্যোগ। সংবাদসংস্থার তরফে জানা যাচ্ছে, তাঁর হাতের তৈরি মাস্ক ত্রাণশিবিরগুলিতে পৌঁছে দেবে দিল্লির আর্বান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড। প্রসঙ্গত শুধু অন্যেকে সাহায্য করাই নয়, আরও একটি বিশেষ বার্তা দিচ্ছে ফার্স্ট লেডির ছবি। তিনি এদিন নিজেও লাল কাপড়ের ঘরোয়া মাস্ক পরে কাজে বসেছিলেন। অর্থাৎ চিকিৎসকদের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি। ঘরবন্দি অবস্থাতেও মাস্ক তাঁর সঙ্গী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















