এক্সপ্লোর
Advertisement
মেয়ের সাফল্যে বাবার গর্বের অভিব্যক্তি! ইন্টারনেটে ভাইরাল হল ছবি!
পৃথিবীর মধ্যে সবচেয়ে গর্ব আর আনন্দের মুহূর্ত বোধহয় নিজের সন্তানকে সফল হতে দেখা। তেমনই আবার সন্তানের কাছে সবচেয়ে শান্তির দৃশ্য হল তার সাফল্যে বাবা-মার পরিতৃপ্তির হাসি। বাবা-মেয়ের সম্পর্কের এক অনবদ্য সম্পর্কের ছবি সম্প্রতি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
মণিপুর: পৃথিবীর মধ্যে সবচেয়ে গর্ব আর আনন্দের মুহূর্ত বোধহয় নিজের সন্তানকে সফল হতে দেখা। তেমনই আবার সন্তানের কাছে সবচেয়ে শান্তির দৃশ্য হল তার সাফল্যে বাবা-মার পরিতৃপ্তির হাসি। বাবা-মেয়ের সম্পর্কের এক অনবদ্য সম্পর্কের ছবি সম্প্রতি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রাট্টানা নগাসেপ্পাম, ইম্ফলের ডেপুটি এসপির একটি ছবি। ছবিতে পুলিশের ইউনিফর্মে রয়েছে তিনি, সঙ্গে তাঁর বাবা। ইউনিফর্মে সাহসিকতার প্রতীক হিসেবে লাগিয়ে দেওয়া হয় যে স্টার বা তারার ব্যাজ, তাই গুনছেন বাবা। আর চশমার ভিতর দিয়ে বাবার দিকে সগর্বে তাকিয়ে হাসছেন রাট্টানা!
এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই নজর কাড়ে। বাবা মেয়ের মুখের অকৃতিম, অমলিন হাসি গোটা নেট দুনিয়াকে মুহূর্তের মধ্যে ভুলিয়ে দেয় লকডাউনের বিরক্তি। বহু মানুষই বিভিন্ন মন্তব্য করেন ও সাধুবাদ জানান ছবিটিকে।
পরে জানা যায় ছবিটি ২০১৯ সালে তোলা। সেই বছরই ডিএসপি পদ থেকে পদোন্নতি হয়ে অ্যাডিশনাল এসপি পদের দায়িত্ব পান রাট্টামা। সেই সময় মণিপুরে তাঁদের বাড়িতে তোলা এই ছবি। লকডাউনে ঘরবন্দি হয়ে মানুষ যখন দিনের বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন ইন্টারনেটে তখন এমন একটি স্নেহের সম্পর্কের ছবি অনায়াসেই একঝলক খোলা বাতাসের মতো মন ভালো করে দেয়!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement