রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ইজরায়েলে রাস্তা, বিশেষ শ্রদ্ধা নোবেল কমিটির
সমাজের বিভিন্ন স্তরের মানুষ কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করেন
নয়াদিল্লি: আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কবিগুরুকে স্মরণ করা হচ্ছে। ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এদিন সমাজের বিভিন্ন স্তরের মানুষ কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
নোবেল কমিটির তরফে বিশেষভাবে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন করা হল। ট্যুইটারে নোবেল পুরস্কার কমিটি লেখে, আমরা গ্রেট রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করছি। ১৮৬১ সালে আজকের দিনে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় যিনি সাহিত্যে নোবেল জিতেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সম্পর্কিত কিছু তথ্য ও তাঁর কিছু দুষ্প্রাপ্য ছবিও তুলে ধরে নোবেল কমিটি।
We're celebrating the birthday of a true great: Rabindranath Tagore, who was born #OnThisDay in 1861 in Calcutta, India.
The first non-European Literature Laureate, he was awarded the #NobelPrize "because of his profoundly sensitive, fresh and beautiful verse..."#NobelPrize pic.twitter.com/AR1ZTpMsAN — The Nobel Prize (@NobelPrize) May 7, 2020
Wise words from Literature Laureate Rabindranath Tagore, born #OnThisDay 159 years ago. pic.twitter.com/YEfM1OtawO
— The Nobel Prize (@NobelPrize) May 7, 2020
#Didyouknow that Literature Laureate Rabindranath Tagore, born on this day 1861, was a dedicated painter and composer?
He produced thousands of art works as well as composed the national anthems for India and Bangladesh. pic.twitter.com/Aj8cLrQ16Y — The Nobel Prize (@NobelPrize) May 7, 2020
Take a look at some rare photographs of Literature Laureate Rabindranath Tagore on the anniversary of his 159th birthday.#NobelPrize pic.twitter.com/0dgSvrtBq7
— The Nobel Prize (@NobelPrize) May 7, 2020
কবিগুরুকে ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে উল্লেখ করেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। লেখেন,
I join the nation in paying tributes to Gurudev Rabindranath Tagore on his Jayanti today.
Gurudev, one of India's greatest poets and thinkers represented the best of ancient and modern Indian intellectual thoughts. #rabindranathtagorejayanti#tagorejayanti pic.twitter.com/doTA4esqyw — Vice President of India (@VPSecretariat) May 7, 2020
ট্যুইচারে কবিগুরুকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, চিরনূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ। বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম।
চিরনূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ… বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম Homage to Kobiguru Rabindranath Tagore on his birth anniversary
— Mamata Banerjee (@MamataOfficial) May 8, 2020
বিশ্বকবিকে শ্রদ্ধা জানান অমিতাভ বচ্চন। লেখেন, আজকের দিন জন্মগ্রহণ করেছিলে, বিশ্বকবি, সাহিত্যিক, দার্শনিক গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর।
T 3524 - Greetings on this day the Birth Anniversary of Gurudev RabindraNath Tagore .. Poet, writer, philosopher , creator of educational institutions , of eminence .. writer of the National Anthem .. शत शत नमन ???????????????? pic.twitter.com/vGQcwZ2jvx
— Amitabh Bachchan (@SrBachchan) May 7, 2020
কংগ্রেস সাংসদ শশী তারুর লেখেন,
Remembering #Gurudev #RabindranathTagore, polymath, poet, artist, lyricist, playwright, novelist & educationist, on his birth anniversary [though Bengalis celebrate 25th Boisakh on 9 May]. He gave voice to India's soul. Let us strive for his India "where the mind is without fear" pic.twitter.com/qUD2YOOvrR
— Shashi Tharoor (@ShashiTharoor) May 7, 2020
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন প্রসাদ লেখেন,
Rabindranath Tagore 159th birth anniversary: From VP Venkaiah Naidu to Amitabh Bachchan, Twitterati celebrates Nobel laureate - Firstpost https://t.co/elvXyZilWK
— Jitin Prasada जितिन प्रसाद (@JitinPrasada) May 7, 2020
ভারতে ইজরায়েলি দূতাবাসের তরফেও শ্রদ্ধা জানানো হয় বিশ্বকবিকে। বলা হয়, সেদেশে কবিগুরুর নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে।
We honor #RabindranathTagore today and every day, as we named a street in Tel Aviv in memory of his valuable contribution to mankind. pic.twitter.com/ZH826Ot0aP
— Israel in India (@IsraelinIndia) May 7, 2020