এক্সপ্লোর
Advertisement
সমালোচকদের মুখ বন্ধ করতে চাইছে সরকার ও শাসক দল, এর ফলে অনেকেই সুর নরম করবেন, দাবি রাজনের
রিজার্ভ ব্যাঙ্ক থেকে সরে যাওয়ার পর শিকাগো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ করছেন রাজন।
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার ও শাসক দল সমালোচনা সহ্য করতে পারছে না। ভয় দেখিয়ে বা সোশ্যাল মিডিয়ায় পাল্টা সমালোচনার মাধ্যমে চাপ সৃষ্টি করে সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। নিজের ব্লগে এমনই দাবি করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তাঁর মতে, ক্ষমতায় থাকা ব্যক্তিদের সমালোচনা মেনে নিতে হবে। কারণ, সমালোচনাই নীতি নির্ধারণের ক্ষেত্রে সঠিক পথ দেখায়।
রিজার্ভ ব্যাঙ্ক থেকে সরে যাওয়ার পর শিকাগো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ করছেন রাজন। তিনি কেন্দ্রীয় সরকার ও শাসক দলের আচরণের বিরোধিতা করে লিখেছেন, ‘যদি সব সমালোচককেই সরকারের পক্ষ থেকে ফোন করে মন্তব্য প্রত্যাহার করতে বলা হয় বা তাঁরা শাসক দলের ট্রোল আর্মির সমালোচনার শিকার হন, তাহলে অনেকেই সুর নরম করবেন। সেক্ষেত্রে সরকার এমন একটি পরিবেশে থাকবে, যেখানে সবকিছুই সুন্দর মনে হবে। যতক্ষণ না নির্মম সত্য অনস্বীকার্য হয়ে উঠবে, ততক্ষণ সরকারের মনগড়া সুন্দর পরিবেশ বজায় থাকবে।’
রাজন আরও লিখেছেন, ‘কোনও সন্দেহ নেই, সংবাদমাধ্যম সহ বিভিন্ন জায়গায় অনেক সময়ই সঠিক তথ্য না জেনে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যক্তি আক্রমণের জন্য সমালোচনা করা হয়। অতীতে আমাকেও এই ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছে। সমালোচকদের মুখ বন্ধ করা নীতি নির্ধারণের ক্ষেত্রে বড় ভুল। যে সরকার জনগণের সমালোচনা দমন করে, তারা নিজেদেরই ক্ষতি করে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement