এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রী চৌকিদার নন, চোর, অমেঠিতে রাফালে নিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ালেন রাহুল
অমেঠি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে চৌকিদার বলে দাবি করেছিলেন। কিন্তু আসলে তিনি চৌকিদার নন, চোর। নিজের লোকসভা কেন্দ্র উত্তর প্রদেশের অমেঠিতে গিয়ে বললেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
২ দিনের সফরে অমেঠি এসেছেন রাহুল। দলীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন, দলের নীতি সাধারণের কাছে পৌঁছনোর পরামর্শ যেমন দিয়েছেন, তেমনই পরামর্শ দিয়েছেন, কীভাবে ভোটে জিততে হবে। আর এখন রাফালে চুক্তি নিয়ে ক্রমাগত সুর চড়াচ্ছেন রাহুল, গতকালই কর্মকর্তাদের বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর চোখের দিকে তাকাতে পারবেন না। তাঁর নেতৃত্বে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিমও রাফালে নিয়ে পূর্ণ উদ্যমে আসরে নেমেছে। তারা বলেছে, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়তে এসেছিল, তারাই অনিল অম্বানিকে ৩০,০০০ কোটি টাকা লাভ করিয়ে দিয়েছে। এই তো সবে শুরু, এবার মজা বাড়বে। আগামী ২-৩ মাসে এভাবেই মজা দেখানো হবে সাধারণ মানুষকে।
রাহুল বলেছেন, রাফালে, বিজয় মাল্য, ললিত মোদী, নোটবাতিল, জিএসটি- সবেতে চুরি করেছেন মোদী। একটা একটা করে তাঁরা দেখাবেন, নরেন্দ্র মোদী চৌকিদার নন, চোর। এই জমানায় সুবিধে শুধু হয়েছে অনিল অম্বানি, বিজয় মাল্য, নীরব মোদী, ললিত মোদীদের, কৃষক, গরিব কাঁদছে। দেশের মানুষ রাফালে চুক্তির মূল্য জানতে চান। কিন্তু প্রধানমন্ত্রী তার জবাব দেবেন না, কারণ তাঁর কাছে বলার মত কিছু নেই। তিনি ভাষণ দেন কিন্তু প্রশ্নের জবাব দেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement