এক্সপ্লোর
Advertisement
সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সদস্যদের হাজিরা কম, অসন্তুষ্ট রাজ্যসভার চেয়ারম্যান
আজ সকালে স্ট্যান্ডিং কমিটিগুলির চেয়ারপার্সনদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, এ বছরের সেপ্টেম্বরে রাজ্যসভার কমিটিগুলি তৈরি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আটটি বৈঠকে সংসদের উভয় কক্ষের মাত্র ১৮ জন সাংসদ যোগ দিয়েছেন।
নয়াদিল্লি: সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে হাজিরা কম থাকা নিয়ে দুই কক্ষের সাংসদদেরই সমালোচনা করলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। আজ সকালে স্ট্যান্ডিং কমিটিগুলির চেয়ারপার্সনদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, এ বছরের সেপ্টেম্বরে রাজ্যসভার কমিটিগুলি তৈরি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আটটি বৈঠকে সংসদের উভয় কক্ষের মাত্র ১৮ জন সাংসদ যোগ দিয়েছেন। এই তথ্য উদ্বেগজনক।
বেঙ্কাইয়া আরও বলেছেন, ‘আশা করি সংসদের স্ট্যান্ডিং কমিটিগুলির বৈঠকে সব সদস্য যোগ দেবেন। প্রতিটি কমিটিতে ২৫ জন করে সাংসদ আছেন। যদি একজন সাংসদও বৈঠকে হাজির না হন, তাহলে ২৫ জন সাংসদের কথা শোনা যাবে না। তাই সব দলের কাছে আবেদন, স্ট্যান্ডিং কমিটিগুলির বৈঠকে সদস্যদের হাজিরা বাড়াতে হবে। এই কমিটিগুলির উপর গুরুত্বপূর্ণ কাজের ভার দিয়েছে সংসদ। সেই দায়িত্ব পালন করতে হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement