(Source: ECI/ABP News/ABP Majha)
Ayodhya Ram Mandir Ceremony: তৈরি এক লক্ষ ২৫ হাজার ‘রঘুপতি লাড্ডু’, জানুন এর বিশেষত্ব
Ram Mandir Bhumi Pujan: অস্ট্রেলিয়া থেকে এসেছে লাড্ডুর বেসন, কাশ্মীর থেকে কেশর
অযোধ্যা: রামমন্দিরের ভূমি পুজোর আগে যেন ভক্তিরসে ডুব দিয়েছে গোটা অযোধ্য়া। বুধবার রামলালাকে কী পোশাক পরানো হবে, তা নিয়েও চলছে চর্চা। ভক্তদের দাবি বুধবার সাধারণত সবুজ রঙের পোশাক পরানো হয় রামলালাকে।
কিন্তু ভূমিপুজোর মতো বিশেষ দিনেও কী ওই একই পোশাক পরবেন রামলালা? সূত্রের খবর, বিশেষ অনুষ্ঠানের কথা মাথায় রেখে রামলালাকে দুই রঙের পোশাক পরানো হতে পারে। সবুজের ওপর গেরুয়া রঙের কাজ করা পোশাক এবং কেশরীয়া অথবা ভাগবা রঙের পোশাক।
ভক্তরা বলেন, রামলালার খুবই পছন্দের খাবার হল লাড্ডু। আর সেই লাড্ডু তৈরি নিয়েই প্রায় মহাযজ্ঞ হচ্ছে অযোধ্যায়। তৈরি হচ্ছে এক লক্ষ ২৫ হাজার ‘রঘুপতি লাড্ডু’। সেই আয়োজনও বিশাল।
খাঁটি গাওয়া ঘি দিয়ে তৈরি এই লাড্ডুর কেশর আনা হয়েছে কাশ্মীর থেকে। কেরল থেকে এলাচ এবং অস্ট্রেলিয়ার একটি কোম্পানি থেকে এসেছে লাড্ডুর বেসন।
লাড্ডু বানানোর জন্য বিশেষ কারিগর আনা হয়েছে তিরুপতি থেকে। দিনরাত এক করে চলছে লাড্ডু বানানোর কাজ। উদ্যোক্তাদের দাবি, দেশের মধ্যে সবচেয়ে সুস্বাদু লাড্ডু এটিই, যা তৈরি করা হচ্ছে রামমন্দিরের ভূমিপুজোর জন্য।
অযোধ্যার অমভ মন্দিরে তৈরি হচ্ছে সেই লাড্ডু। মন্দিরের এক কর্মকর্তা বলেন, আমরা ইতিমধ্যেই ৫১ হাজার লাড্ডু বানিয়ে দিয়েছি ভূমিপুজোর জন্য। আরও বানানো চলছে। এগুলো আমরা সব জায়গায় পাঠাবো। কলকাতার কালীমন্দির, বিবেকানন্দর বেলুড় মঠের জন্যও পাঠাব।
কিন্তু কারা তৈরি করেন রামলালার পোশাক? অযোধ্যার বাজারে হাঁটতে হাঁটতেই চোখ পড়ে যাবে বাবুলাল টেলর্স-এর দোকানে। কর্ণধার ভগবত্ প্রসাদ শ্রীবাস্তব দাবি করলেন, তাঁরাই রামলালার পোশাক তৈরি করেছেন। যে পোশাক রামলালাকে পরানো হবে ভূমি পুজোর আগে। তিনি বলেন, রামলালা বিভিন্ন দিন বিভিন্ন পোশাক পরে।