Ram Mandir LIVE: ‘সারা পৃথিবীর মানুষ অযোধ্যায় আসবেন, সবার উন্নতি হবে’, রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে জানালেন মোদি
Ram Mandir Bhumi Pujan LIVE Updates: গোটা অযোধ্যাই যেন সেজে উঠেছে কোনও পীতাম্বরী বধূর সাজে...সেও এক অপরূপ দৃশ্য!!
LIVE
Background
অযোধ্যা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই দশকের পর দশকের অপেক্ষার অবসান হতে চলেছে।
বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ অযোধ্যায় বহু প্রতীক্ষিত রামমন্দিরের ভূমিপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থাপন হবে ভিত্তি প্রস্তর।
তার আগে অযোধ্যার যেন রূপটাই বদলে গিয়েছে। গোটা অযোধ্যাই যেন সেজে উঠেছে কোনও পীতাম্বরী বধূর সাজে। সারা অযোধ্যাকে হলুদ করে দেওয়া হয়েছে। চারিদিকে হলুদ দেওয়াল, ফুলের মালা ঝুলছে।
বিয়ের আগে কোনও বাড়ি যেমনভাবে সেজে ওঠে, মঙ্গলবারের অযোধ্যার পরিবেশটা ঠিক তেমনই।
গোটা অযোধ্যা শহরই এখন হলুদ রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে। প্রধান রাস্তার আশেপাশে সব বাড়ি ঘর হলুদ রঙে রাঙিয়ে দিয়েছে অযোধ্যা নগর নিগম। সেও এক অপরূপ দৃশ্য।
অযোধ্যার সাকেত কলেজ থেকে যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী যাবেন তার একপাশের দেওয়ালে রামের জীবনের নানা অধ্যায়-সহ বিভিন্ন কারুকার্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। অনেক প্রথিতযশা শিল্পীরা রাতদিন এক করে সেই কাজ করেছেন। তাঁদেরই একজন শিবনারায়ণ সিংহ।
শুধু রাস্তাই নয়, অপরূপ সৌন্দর্যের ছটা সরযূর তীরেও। বাল্মিকীর রামায়ণে কথিত আছে এই নদীর দক্ষিণ তীরে বিশ্বামিত্র মুনি রামচন্দ্রকে দীক্ষা দিয়েছিলেন।
স্বপ্নের মতো সাজিয়ে তোলা হয়েছে নদীর ঘাটগুলো। মঙ্গলবার গোটা অযোধ্যা জুড়ে পালন করা হয় অকাল দীপাবলি। প্রশাসনের তরফ থেকেও স্থানীয় বাসিন্দাদের বাড়িতে থেকেই প্রদীপ জ্বালাতে বালা হয়। সরযূর পাড়ে জ্বলে ওঠে হাজার হাজার প্রদীপ।
বুধবার অযোধ্যার রামমন্দিরের ভূমিপুজোর চূড়ান্ত পর্যায়। ভিত্তি কিন্তু গত ১৮ এপ্রিল থেকেই চলছে। ১০৮ দিনের বিশেষ পুজো! মঙ্গলবার সকাল থেকে রামজন্মভূমিতে শুরু হয়েছে রামঅর্চণা। ৬ জন পুরোহিত মিলে প্রায় ৫ ঘণ্টা ধরে চলে পুজো।
মঙ্গলবার সকালে হনুমানগড়িতে হনুমানজির পুজো হয়। ভক্তদের দাবি, পতাকা বা নিশান পুজোর মধ্য দিয়ে আগে রামমন্দির তৈরির জন্য নেওয়া হয় হনুমানজির আশীর্বাদ।