এক্সপ্লোর
Advertisement
দিল্লিতে ৫ বছরের মেয়েকে যৌন নির্যাতনে দু’জনের ২০ বছরের জেল, ‘ভয়াবহ অপরাধ’ মন্তব্য বিচারপতির
দু’সপ্তাহ আগে তাদের দোষী সাব্যস্ত করে আদালত।
নয়াদিল্লি: ২০১৩ সালে পূর্ব দিল্লিতে এক পাঁচ বছরের মেয়ের উপর যৌন নির্যাতন চালানোর দায়ে দু’জনের ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। অতিরিক্ত দায়রা বিচারপতি নরেশ কুমার মালহোত্র রায় দিতে গিয়ে বলেছেন, ‘এটি ভয়াবহ অপরাধ। আমাদের সমাজে নাবালিকাদের দেবী হিসেবে পুজো করা হয়। কিন্তু এক্ষেত্রে পাঁচ বছরের একটি মেয়েকে চরম বর্বরতার শিকার হতে হয়েছে। এই ঘটনায় সমাজের বিবেক নড়ে গিয়েছিল। অভিযুক্ত মনোজ শাহ ও প্রদীপ কুমারকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ডি), ৩৭৬ (২) (আই), ৩৬৩, ৩৪২, ২০১, ৩০৭ ও ৩৪ ধারা এবং পকসো আইনের ৬ নম্বর ধারা অনুসারে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল।’
দু’সপ্তাহ আগে তাদের দোষী সাব্যস্ত করে আদালত। এই রায়ের পর এজলাসের বাইরে সাংবাদিকদের উপর হামলা চালায় মনোজ ও প্রদীপ। এক মহিলা সাংবাদিক অভিযোগ করেন, তাঁকে চড় মেরেছে মনোজ। কোনওরকমে তাদের টেনে-হিঁচড়ে নিয়ে চলে যান পুলিশকর্মীরা। এরপর পুলিশের কাছ থেকে এই ঘটনার বিবরণ শোনেন বিচারপতি। তিনি সাংবাদিকদের এফআইআর করার নির্দেশ দেন। এরপর গোটা ঘটনার বিচার করে রায় দেয় আদালত।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় মেয়েটি বাড়ির বাইরে খেলছিল। প্রতিবেশী মনোজ ও প্রদীপ তাকে ভুলিয়ে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়। এরপর মেয়েটি মারা গিয়েছে ভেবে তারা পালায়। ৪০ ঘণ্টা পরে কান্নার আওয়াজ শুনে স্থানীয় এক বাসিন্দা মনোজের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মেয়েটির উপর ভয়াবহ অত্যাচার চালানো হয়। মনোজ ও প্রদীপ গ্রেফতার হয়। এতদিন ধরে বিচার চলার পর এবার তারা সাজা পেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement