এক্সপ্লোর
Advertisement
মোদী সব প্রতিষ্ঠান ধ্বংস করছেন, উর্জিত পটেল ও তাঁর টিম মেরুদণ্ড সোজা রেখে তাঁকে এক্তিয়ারের সীমা বুঝিয়ে দেবেন, আশা করি, রিজার্ভ ব্যাঙ্কের বোর্ড বৈঠকের আগে ট্যুইট রাহুলের
নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ের আগে ফের নরেন্দ্র মোদীকে ট্যুইটে আক্রমণ রাহুল গাঁধীর। প্রধানমন্ত্রী মোদী ও তাঁর ‘ঘনিষ্ঠ পছন্দের লোকজনের চক্র’কে দেশের প্রতিষ্ঠানগুলিকে ‘ধ্বংস করার’ অভিযোগে কাঠগড়ায় তুলেছেন কংগ্রেস সভাপতি। লিখেছেন, মিঃ মোদী ও তাঁর প্রিয়ভাজনেরা যে প্রতিষ্ঠানকে হাতের কাছে পাচ্ছেন, তাকেই শেষ করে দিচ্ছেন। আজ রিজার্ভ ব্যাঙ্কের বোর্ড বৈঠকে নিজের পুতুলদের দিয়ে আরবিআইকেও ধ্বংস করার চেষ্টা করবেন। তবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল ও তাঁর টিমও মেরুদণ্ড সোজা রেখে তাঁকে তাঁর এক্তিয়ারের সীমা বুঝিয়ে দেবেন বলে আশা করছি।
Mr Modi and his coterie of cronies, continue to destroy every institution they can get their hands on. Today, through his puppets at the #RBIBoardMeet he will attempt to destroy the RBI. I hope Mr Patel and his team have a spine and show him his place.
— Rahul Gandhi (@RahulGandhi) November 19, 2018
কংগ্রেস লাগাতার দাবি করছে, মোদী সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করতে উদ্যত এবং তাদের সর্বশেষ নজর পড়েছে রিজার্ভ ব্যাঙ্কের ওপর।
কেন্দ্রের সঙ্গে তাদের সাম্প্রতিক সংঘাতের আবহাওয়ার মধ্যেই সোমবার বসছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ বোর্ড বৈঠক, যার দিকে তাকিয়ে রয়েছে দেশের একাধিক মহল। সেখানে নগদ সঙ্কট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। আর এই ইস্যুতেই কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সম্পূর্ণ নজিরবিহীন ভাবে রিজার্ভ ব্যাঙ্ক আইনের ৭ নম্বর ধারা প্রয়োগ করেছে, যার জোরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে নির্দেশ জারি করার ক্ষমতা পায় সরকার।
গত ৯ নভেম্বর সরকার জানায়, তারা কেন্দ্রীয় ব্যাঙ্ককে সবসময় মজুত রাখতে হবে, এমন একটি ‘যথাযথ’ পরিমাণ মূলধনী সঞ্চয় নিয়ে আলোচনা করছে। রিজার্ভ ব্যাঙ্ককে বিপুল পরিমাণ মূলধন হস্তান্তর করতে বলার অভিযোগও অস্বীকার করে সরকার।
কেন্দ্রীয় আর্থিক বিষয় সংক্রান্ত সচিব সুভাষচন্দ্র গর্গও সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়ে জানিয়েছেন, তাঁদের এখনই বড় তহবিলের প্রয়োজন নেই, আরবিআইকে ৩.৬ লক্ষ কোটি টাকা হস্তান্তর করতে বলার কোনও প্রস্তাবও সরকার নেয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement