এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত চলবে না স্পেশাল ছাড়া আর কোনও ট্রেন
১ জুলাই থেকে ১২ অগাস্টের মধ্যে যাঁরা ট্রেনের টিকিট কেটেছিলেন, তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
কলকাতা: ১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে যাবতীয় মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। লোকাল ট্রেন পরিষেবাও বন্ধ থাকছে। আজ এমনই ঘোষণা করল রেল বোর্ড। এই সময়ে চলবে শুধু ২৩০টি স্পেশাল ট্রেন। ১ জুলাই থেকে ১২ অগাস্টের মধ্যে যাঁরা ট্রেনের টিকিট কেটেছিলেন, তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
It has also been decided that all the ticket booked for the regular time-tabled trams for the journey date from 01.07.20 to 12.08.20 also stand cancelled: Railway Board https://t.co/t62D3GjOUP
— ANI (@ANI) June 25, 2020
দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের জেরে বন্ধ হয়ে যায় সব ট্রেন। এরপর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য চালু হয় শ্রমিক স্পেশাল ট্রেন। এছাড়া বিশেষ ট্রেনও চালু করা হয়েছে। তবে মেল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন এখনও চালু করা হয়নি। মেট্রো রেলও বন্ধ। এই ট্রেনগুলি আরও দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকছে বলে জানিয়ে দিল রেল বোর্ড।
It has been decided that regular time-tabled passenger services including Mail/Express, passenger and suburban services stand cancelled up to 12.08.2020: Railway Board pic.twitter.com/Pt1EIreC5y
— ANI (@ANI) June 25, 2020
রেল বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘টাইম টেবল অনুযায়ী নিয়মিত যে মেল/এক্সপ্রেস, প্য়াসেঞ্জার ও শহরতলির ট্রেন পরিষেবা ১২ অগাস্ট পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত ট্রেনগুলির জন্য যে টিকিট কাটা হয়েছিল, সেগুলি বাতিল করা হচ্ছে। টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। লকডাউনের সময় যে ২৩০টি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে, সেগুলি চলবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement