রিয়া বাঙালি, ব্রাহ্মণ মহিলা, তাঁর বাবারও ন্যায়বিচারের দাবি জানানোর অধিকার আছে, ট্যুইট অধীরের
অধীরই বাংলার প্রথম রাজনীতিবিদ, যিনি রিয়ার বাঙালি ও ব্রাহ্মণ পরিচয় নিয়ে সরব হলেন।
Departed star, Mr #SushanthSinghRajput was an Indian actor, BJP turned him into a Bihari actor, only to score electoral brownie points, #SushantSinghRajputCase
(1/n)
— Adhir Chowdhury (@adhirrcinc) September 9, 2020
কংগ্রেসের লোকসভার দলনেতার ট্যুইট, ‘বিদায় নেওয়া তারকা সুশান্ত সিংহ রাজপুত একজন ভারতীয় অভিনেতা ছিলেন। বিজেপি শুধু ভোটে ফায়দা তোলার জন্য তাঁকে একজন বিহারি অভিনেতায় পরিণত করেছে। রিয়ার বাবা একজন প্রাক্তন সেনা অফিসার। তিনি দেশের সেবা করেছেন। রিয়া একজন বাঙালি ব্রাহ্মণ মহিলা। অভিনেতা সুশান্ত রাজপুতের জন্য ন্যায়বিচারকে বিহারির প্রতি ন্যায়বিচার হিসেবে দেখা উচিত নয়। রিয়ার বাবারও তাঁর সন্তানদের জন্য ন্যায়বিচারের দাবি করার অধিকার আছে। সংবাদমাধ্যমে বিচার আমাদের বিচারবিভাগের পক্ষে অশুভ। সবার জন্য ন্যায়বিচতার আমাদের সংবিধানের মৌলিক ভিত্তি।’
Rhea's father is a former military officer, served the nation. Rhea is a Bengalee Brahmin lady, justice to actor sushant rajput should not be interpreted as a justice to Bihari.#SushantSinghRajputCase
(4/n)
— Adhir Chowdhury (@adhirrcinc) September 9, 2020
সুশান্তের মৃত্যুর পর থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিহারে বিধানসভা নির্বাচনের আগে এই অভিনেতার মৃত্যু বড় ইস্যু হয়ে গিয়েছে। বিজেপি-র পক্ষ থেকে বিহারের বিভিন্ন জায়গায় পোস্টার ও ব্যানার দিয়ে সুশান্তের জন্য ন্যায়বিচারের দাবি তোলা হয়েছে। বিহার সরকার সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে দেওয়ার দাবি জানিয়েছিল।
Father of Rhea is also entitled to demand justice for his kids, trial by media is an ominous portent for our judicial system. Justice for all is one of the basic tenets of our constitution.#SushantSinghRajputCase
(5/5)
— Adhir Chowdhury (@adhirrcinc) September 9, 2020
বাংলার রাজনৈতিক দলগুলি এতদিন এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। অধীরই বাংলার প্রথম রাজনীতিবিদ, যিনি রিয়ার বাঙালি ও ব্রাহ্মণ পরিচয় নিয়ে সরব হলেন।
Mr CBI and his masters,
how many days will be required to unearth the mystery of the death of great actor #SushantSingRajput , already media trial has been continuing in full swing which even can dwarf the judicial trial,
(1/2)
— Adhir Chowdhury (@adhirrcinc) September 7, 2020
We will certainly expect from premier investigating agency CBI that impartial investigation will be conducting on the sensational death of #SusanthSinghRajput , unmindful of its political implication.
(2/2)
— Adhir Chowdhury (@adhirrcinc) September 7, 2020