Sputnik V Vaccine Update:২০২২-এর আগেই বিশ্ব স্বাস্থ্য সংগঠনের ছাড়পত্র পাবে স্পুটনিক ভি, আশা প্রস্তুতকারী সংস্থার
গুসচিন বলেছেন, আমি মনে করি, চলতি বছর শেষ হওয়ার মধ্যেই স্পুটনিক ভি ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংগঠনের কাছ থেকে চূড়ান্তভাবে স্বীকৃতি পেয়ে যেতে পারে।
নয়াদিল্লি: চলতি বছর শেষ হওয়ার আগেই বিশ্ব স্বাস্থ্য সংগঠন (হু)-র কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেতে পারে রাশিয়ায় নির্মিত করোনাভাইরাস ভ্যাকসিন স্পুটনিক ভি। এমনই আশা প্রকাশ করেছে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট। মঙ্গলবার গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউটের পদস্থ গবেষক ভ্লাদিমির গুসচিন এ কথা জানিয়েছেন।
ওপেনবায়ো টেকনোলজি ফোরামে গুসচিন বলেছেন, আমার মনে হয় আগামী মাসগুলি-অক্টোবর বা নভেম্বরেই এই মধ্যে ছাড়পত্র মিলতে পারে। আমি মনে করি, চলতি বছর শেষ হওয়ার মধ্যেই স্পুটনিক ভি ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংগঠনের কাছ থেকে চূড়ান্তভাবে স্বীকৃতি পেয়ে যেতে পারে।
গুসচিন জানিয়েছেন যে, বিশ্ব স্বাস্থ্য সংগঠনের ছাড়পত্রই গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর অগ্রাধিকার। আরডিআইএফ স্পুটনিক ভি-র উৎপাদন, ক্লিনিক্যাল রিসার্চ ও রেজিস্ট্রেশনের সঙ্গে যুক্ত।
গুসচিন বিশ্ব স্বাস্থ্য সংগঠনের আগেকার ঘোষণার কথা উল্লেখ করে এর আগে আশা প্রকাশ করেছিলেন যে, সেপ্টেম্বরেই স্পুটনিক ভি অনুমোদন পেয়ে যাবে। কিন্তু তা হয়নি।
উল্লেখ্য়, স্পুটনিক ভি বর্তমানে বিশ্বের ৭০ টি দেশে ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র পেয়েছে। এই দেশগুলির সম্মিলিত জনসংখ্যা চার বিলিয়ন, যা বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক।
এদিকে, জানা গেছে বিশ্ব স্বাস্থ্য সংগঠন স্পুটনিক ভি ভ্যাকসিনের ডেটা এখনও পর্যালোচনা করে দেখছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পাওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এমনই খবর সংস্থা সূত্রে।
উল্লেখ্য, কয়েকদিন আগে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখায়েল মুরাশকো বলেছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংগঠনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ক্ষেত্রে যে বিষয়গুলি রয়েছে সেগুলির মধ্যে অন্যতম প্রশাসনিক ইস্যু। এরই পরিপ্রেক্ষিতে ওই কথা জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংগঠনের পক্ষ থেকে।
কঠোর পর্যালোচনার প্রক্রিয়ার পর এ ধরনের অনুমোদন এই ভ্যাকসিনের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবে পরিগণিত হবে এবং তা হু- আয়োজিত কোভ্যাক্স প্রোগ্রামে অন্তর্ভূক্তির পথ প্রশ্বস্ত হবে।