এক্সপ্লোর
Advertisement
রাফাল ডিলে অনিয়ম, দুর্নীতির অভিযোগে আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে পেশ হওয়া আবেদনের ওপর কাল রায় সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: রাফাল ডিলে অনিয়ম, দুর্নীতির অভিযোগে আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে পেশ হওয়া আবেদনের ওপর আগামীকাল রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ এ ব্যাপারে একগুচ্ছ আবেদনের ওপর রায়দান শুক্রবার ১৪ নভেম্বরের জন্য নির্ধারিত রেখেছে।
ফ্রান্সের সঙ্গে রাফাল কেনার জন্য ভারতের কয়েক হাজার কোটি ডলার অর্থমূল্যের চুক্তির তদন্ত চেয়ে প্রথম আবেদন করেছিলেন এম এল শর্মা নামে জনৈক আইনজীবী। তারপর বিনীত ধান্দা নামে আরেক আইনজীবী আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে পিটিশন দেন। ডিলের বিরুদ্ধে আবেদন করেন আপ নেতা সঞ্জয় সিংহও।
তিনটি পিটিশন দায়ের হওয়ার পরও দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা ও অরুণ শৌরি, আইনজীবী-সমাজকর্মী প্রশান্ত ভূষণও সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়ে আবেদন জানান, ওই ডিলে বেনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সিবিআইকে এফআইআর দায়ের করতে নির্দেশ দেওয়া হোক।
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার অবশ্য যাবতীয় পিটিশনের বিরোধিতা করে ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার ডিল সমর্থন করেছে, কী দামে বিমানগুলি কেনা হচ্ছে, তা জনসমক্ষে প্রকাশের দাবির বিরোধিতা করেছে।
রাফাল তৈরি করে ফরাসি বিমান প্রস্তুতকারী সংস্থা দাসোঁ। এটি দুই ইঞ্জিনের মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট। ভারতীয় বায়ুসেনার সাজসরঞ্জামের আধুনিকীকরণ ও ক্ষমতা বাড়ানোর প্রক্রিয়ার অঙ্গ হিসাবে ভারত ৩৬টি রাফাল কেনার চুক্তি করেছে। এর আনুমানিক খরচ ধরা হয়েছে ৫৮০০০ কোটি টাকা ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement