এক্সপ্লোর
Advertisement
রাফাল এয়ারবেস উড়িয়ে দেওয়ার হুমকি, নিরাপত্তা বাড়ানো হল অম্বালায়
২৯ জুলাই ভারতে এসেছে পাঁচটি রাফাল।
নয়াদিল্লি: হরিয়ানার অম্বালায় যেখানে পাঁচটি রাফাল যুদ্ধবিমান রাখা হয়েছে, ভারতীয় বায়ুসেনার সেই ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। একটি সংবাদসংস্থা সূত্রে খবর, শুক্রবার এই চিঠি আসে। স্থানীয় থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই হুমকি-চিঠি ভুয়ো বলেই মনে হচ্ছে। তবে তা সত্ত্বেও নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখা হচ্ছে না। বায়ুসেনা ঘাঁটির নিরাপত্তা বাড়ানো হয়েছে।
অম্বালায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটি ঘিরে রয়েছে ধুলকোট, বলদেব নগর, গার্নালা ও পঞ্জোখারা গ্রাম। একপাশ দিয়ে চলে গিয়েছে ১-এ নম্বর জাতীয় সড়ক। কেউ যাতে এই ঘাঁটিতে অতর্কিতে হামলা চালাতে না পারে, তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
২৯ জুলাই ভারতে এসেছে পাঁচটি রাফাল। এই যুদ্ধবিমান হাতে পাওয়ার পর ভারতের সামরিক শক্তি অনেকটাই বেড়ে গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। চুক্তি অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার ২৮টি এক আসনবিশিষ্ট এবং আটটি দুই আসনবিশিষ্ট রাফাল যুদ্ধবিমান পাওয়ার কথা রয়েছে। ফ্রান্সে তৈরি এই যুদ্ধবিমান একটানা ৩,৭০০ কিমি উড়তে সক্ষম। মাঝ আকাশেই জ্বালানি ভরে আরও অনেকদূর উড়ে যেতে সক্ষম রাফাল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement