এক্সপ্লোর
Advertisement
দশকের শেষ সূর্যগ্রহণ বৃহস্পতিবার, কখন, কোথায়, কীভাবে দেখবেন?
দক্ষিণ ভারতে সম্পূর্ণরূপে এই সূর্যগ্রহণ দেখা গেলেও দেশের বাকি অংশের মানুষ তা আংশিকভাবেই দেখতে পাবেন।
কলকাতা: রাত পোহালেই কাল বছরের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ। আংশিক দেখা যাবে কলকাতা থেকে। বৃহস্পতিবার, পৌষ অমাবস্যার দিন সকাল ৮টা বেজে ১৭ মিনিট থেকে ১১টা বেজে ৫৭ মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে। অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি অব ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, ‘আগুনের বলয়’ হিসেবেই এই সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণ ভারতে সম্পূর্ণরূপে এই সূর্যগ্রহণ দেখা গেলেও দেশের বাকি অংশের মানুষ তা আংশিকভাবেই দেখতে পাবেন।
কখন দেখবেন?
কাল সকাল ৮টা থেকেই গ্রহণ শুরু হবে। তবে ৯টা বেজে ৬ মিনিট থেকে ১২ টা ২৯ মিনিট পর্যন্ত ‘অগ্নি বলয়’ থাকবে। সাড়ে ৯টা নাগাদ সবথেকে ভাল ভাবে এই সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে বলে জানিয়েছে অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি অব ইন্ডিয়া। বেঙ্গালুরু থেকে এই বিরল দৃশ্যের ৯০ শতাংশ দেখা যাবে। ৮৫ শতাংশ দেখা যাবে চেন্নাই থেকে। মুম্বই থেকে দেখা যাবে ৭৯ শতাংশ। কলকাতায় বসে দেখা যাবে কেবল ৪৯ শতাংশ।
কীভাবে দেখবেন?
সূর্যগ্রহণ কখনই খালি চোখে দেখা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে এলুমিনাইজড ম্যালার, ব্ল্যাক পলিমার, ওয়েল্ডিং গ্লাস ব্যবহার অত্যাবশ্যক। তাছাড়াও হোয়াইটবোর্ডের ওপর সূর্যের ছবি যা টেলিস্কোপের ব্যবহার করা দেখা যায়, সূর্যগ্রহণ দেখতে সেই পদ্ধতিও অবলম্বন করার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। খালি চোখে সূর্যগ্রহণ দেখলে দৃষ্টিশক্তি হারানোর মতো ঘটনাও ঘটতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement