এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ফার্নান্দোর দুরন্ত সেঞ্চুরিতে ২৩ রানে ওয়েস্ট ইন্ডিজ বধ শ্রীলঙ্কার, মালিঙ্গাদের শেষ চারের আশাও বেঁচে রইল
ব্যর্থ নিকোলাস পুরানের ১০৩ বলে ১১৮ রানের লড়াকু ইনিংস
চেস্টার লে স্ট্রিট: ওয়েস্ট ইন্ডিজকে ২৩ রানে হারিয়ে বিশ্বকাপে শেষ চারে ওঠার আশা এখনও জিইয়ে রাখল শ্রীলঙ্কা। ৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট দাঁড়াল ৮। সেমিফাইনালে ওঠার জন্য অবশ্য অনেক অঙ্কের ওপর নির্ভর করতে হবে লাসিথ মালিঙ্গা-অ্যাঞ্জেলো ম্যাথিউজদের। শেষ ম্যাচে ভারতকে হারাতেই হবে। এবং সেটাও বড় ব্যবধানে। তখন তাদের পয়েন্ট দাঁড়াবে ১০। পাশাপাশি ইংল্যান্ডকে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারতে হবে। এবং পাকিস্তানকে হারতে হবে বাংলাদেশের কাছে।
সোমবার প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ৩৩৮/৬। অধিনায়ক দিমুথ করুণারত্নে (৩২) ও কুশল পেরেরা (৬৪) শুরুটা ভাল করেন। ওপেনিং জুটিতে ১৫.২ ওভারে ওঠে ৯৩ রান। তারপর আবিষ্কা ফার্নান্দো ইনিংসের হাল ধরেন। ১০৩ বলে ১০৪ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কা। শেষ দিকে চালিয়ে খেলে ৩৩ বলে ৪৫ রান করে যান লাহিরু থিরিমান্নে। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে অধিনায়ক জেসন হোল্ডার দশ ওভারে ৫৯ রান দিয়ে দুই উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন ক্যারিবিয়ানরা। ক্রিস গেইল ৩৫ রান করে ফেরেন। বল হাতে ফের ছন্দে মালিঙ্গা। একটা সময় তাঁর দাপটে ৮৪/৪ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন নিকোলাস পুরান। ১০৩ বলে ১১টি চার ও ৪টি ছক্কা মেরে ১১৮ রান করেন তিনি।তবে অন্য প্রান্ত থেকে নিয়মিত উইকেট পড়ায় শেষরক্ষা হয়নি। শেষ দিকে ফ্যাবিয়াল অ্যালেন ৩২ বলে ৫১ রান করলেও তা পর্যাপ্ত ছিল না।নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ আটকে যায় ৩১৫/৯ স্কোরে।
ম্যাচের সেরা হয়েছেন ফার্নান্দো। তিনি বলেছেন, 'ক্রিজে গিয়ে নিজের কাজটা করেছি। ওরা ভাল বল করছিল। তবে আমার সেঞ্চুরি দলকে জেতাতে পেরেছে বলে ভাল লাগছে।'
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement