এক্সপ্লোর
Advertisement
ঝাড়খণ্ডের দুমকায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত এসএসবি জওয়ান, আহত আরও ৪
দুমকা পুলিশ সুপার ওয়াই এস রমেশ জানিয়েছেন, রবিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ জেলার তালদঙ্গল জঙ্গলে মাওবাদী ও সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ানদের মধ্যে গুলি বিনিময় হয়। জঙ্গলের মধ্যে থেকে বাহিনী লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা।
দুমকা(ঝাড়খণ্ড): শনিবার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অমিত শাহ। আর ঠিক পরের দিনই ঝাড়খণ্ডের দুমকায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন এক এসএসবি জওয়ান। আহত হয়েছেন আরও ৪ জওয়ান। তাঁদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক।
দুমকা পুলিশ সুপার ওয়াই এস রমেশ জানিয়েছেন, রবিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ জেলার তালদঙ্গল জঙ্গলে মাওবাদী ও সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ানদের মধ্যে গুলি বিনিময় হয়। জঙ্গলের মধ্যে থেকে বাহিনী লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা। তাতে ৫ জওয়ান আহত হন। ঘটনাস্থলেই মারা যান জওয়ান নীরজ ছেত্রী।
আহত হয়েছেন রাজেশ কুমার রাই, সোনু কুমার, সতীশ গুজার এবং কর্ণ কুমার। আহতদের দ্রুত দুমকা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজেশের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে হেলিকপ্টারে করে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, বাহিনীর পাল্টা গুলিতে ৪-৫ জন মাওবাদীও আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে, বাকি সঙ্গীরা আহত মা্ওবাদীদের জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে গোটা জঙ্গলে চিরুনি-তল্লাশি শুরু করা হয়েছে।Superintendent of Police, Y S Ramesh : In an encounter with Naxals in Dumka, 1 jawan has lost his life and 4 others are injured. According to our information 4-5 Naxals have been shot. #Jharkhand pic.twitter.com/f5yjENH6zH
— ANI (@ANI) June 2, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement