এক্সপ্লোর
Advertisement
SSR Death Case: মাদক নিতেন, প্রথমবার স্বীকার রিয়ার
এই স্বীকারোক্তির পর এবার সুশান্তের দুই সহ-অভিনেতা ও বলিউডের ২৫ জন তারকাকে সমন পাঠাবে এনসিবি।
মুম্বই: আজ টানা তৃতীয়দিন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জেরার মুখোমুখি হলেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তী। সূত্রের খবর, আজ প্রথমবার মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন রিয়া। এর আগে তিনি দাবি করেছিলেন, কোনওদিন মাদক নেননি। তবে আজ তিনি মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন। একইসঙ্গে বলিউডের কোন কোন পার্টিতে মাদক নেওয়া হত, সে কথাও জানিয়েছেন রিয়া। তাঁর এই স্বীকারোক্তির পর এবার সুশান্তের দুই সহ-অভিনেতা ও বলিউডের ২৫ জন তারকাকে সমন পাঠাবে এনসিবি।
এর আগে গতকাল রিয়াকে আট ঘণ্টা ধরে জেরা করে এনসিবি। তখন সুশান্তের বান্ধবী দাবি করেন, তিনি কোনওদিন মাদক নেননি। তবে সুশান্ত ২০১৬ থেকেই মাদক নিতেন বলে দাবি করেন রিয়া। তাঁর আরও দাবি, ‘কেদারনাথ’-এর শ্যুটিং চলাকালীন মাদক নেন সুশান্ত। তাঁর কথাতেই মাদক আনাতেন বলেও দাবি করেন রিয়া। তিনি নিজে ধূমপান ও মদ্যপান করতেন বলে অবশ্য স্বীকার করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement