এক্সপ্লোর
Advertisement
একেই বলে তেরঙ্গার প্রতি আবেগ! বাবার মৃত্যুতেও শেষকৃত্য পিছিয়ে স্বাধীনতা দিবসের প্যারেডে নেতৃত্ব দিলেন মহিলা পুলিশ অফিসার
এভাবে ব্যক্তিগত শোক, স্বজন হারানোর বেদনাকে তুচ্ছ করে দেশের প্রতি কর্তব্য়কে অগ্রাধিকার দেওয়ায় তাঁর জন্য তারা গর্বিত বলে জানিয়েছে পুলিশ বিভাগ। এমনকী কুচকাওয়াজের সময়ও কোনও ব্যক্তিগত আবেগ, অনুভূতির প্রকাশ তাঁর আচরণে দেখা যায়নি।
তিরুনেলভেলি: বাবার মৃত্যুতেও ১৫ আগস্টের সকালে তেরঙ্গা পতাকা উত্তোলনের দায়িত্ব পালন করা থেকে বিরত হলেন না তামিলনাড়ুর মহিলা পুলিশ অফিসার। বুকে শোক, যন্ত্রণা চেপে বাবার শেষকৃত্য স্থগিত রেখে তিরুনেলভেলির স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে নেতৃত্ব দিলেন এন মহেশ্বরী নামে আর্মড রিজার্ভ পুলিশ ইনস্পেক্টর। কর্তব্য পালনে অবিচল থাকলেন। তিরুনেলভেলির ভিভিসি গ্রাউন্ডে কালেক্টর শিল্পা প্রভাকর সতীশ ও পুলিশ সুপার এন মনিভান্নানের সামনে গার্ড অব অনারের প্য়ারেড করলেন।
তিরুনেলভেলি পুলিশ বিবৃতি দিয়ে বলেছে, ১৪ আগস্ট রাতে বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পরও শনিবার সকালে দেশপ্রেমের চেতনা নিয়ে প্যারেড শেষ করেই বাবার শেষকৃত্যে যান তিনি। এভাবে ব্যক্তিগত শোক, স্বজন হারানোর বেদনাকে তুচ্ছ করে দেশের প্রতি কর্তব্য়কে অগ্রাধিকার দেওয়ায় তাঁর জন্য তারা গর্বিত বলে জানিয়েছে পুলিশ বিভাগ। এমনকী কুচকাওয়াজের সময়ও কোনও ব্যক্তিগত আবেগ, অনুভূতির প্রকাশ তাঁর আচরণে দেখা যায়নি, একেবারে নিয়ম, রীতি মেনে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন করেন তিনি।
জানা গিয়েছে, মহেশ্বরীর ৮৩ বছর বয়সি বাবা নারায়ণস্বামী মারা গিয়েছেন তিরুনেলভেলি থেকে ২০০ কিমিরও বেশি দূরে দিন্দিগুলে। প্যারেড শেষ করে দিন্দিগুল রওনা হন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement