Tata Sons Chairman: আরও ৫ বছর টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যান থাকছেন এন চন্দ্রশেখরণ
Tata Sons: এন চন্দ্রশেখরণের নেতৃত্বে গত পাঁচ বছরে অনেক উন্নতি করেছে টাটা সন্স। সেই কারণেই তাঁর কাজকর্মে সন্তোষ প্রকাশ করে আরও পাঁচ বছরের জন্য তাঁকেই এগজিকিউটিভ চেয়ারম্যান পদে রেখে দেওয়া হচ্ছে।
নয়াদিল্লি: আগামী ৫ বছর টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যান পদে থাকছেন এন চন্দ্রশেখরণ। আজ টাটা সন্সের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চন্দ্রশেখরণের নেতৃত্বে টাটা গ্রুপের কাজকর্মে বোর্ডের সদস্যরা খুশি। সেই কারণেই তাঁর মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ এই বৈঠকে বিশেষ আমন্ত্রিত ছিলেন রতন টাটা। তিনি চন্দ্রশেখরণের নেতৃত্বে টাটা গ্রুপের উন্নতি ও কাজকর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
আজ মুম্বইয়ে বম্বে হাউসে টাটা গ্রুপের বোর্ড মিটিং হয়। সেখানে এই শিল্পগোষ্ঠীর কাজকর্মের উন্নতি নিয়ে আলোচনা হয়। বোর্ডের সদস্যরা সর্বসম্মতভাবে ফের চন্দ্রশেখরণকে টাটা গ্রুপের এগজিকিউটিভ চেয়ারম্যান করার পক্ষে মতপ্রকাশ করেন। প্রত্যেকেই তাঁর কার্যপদ্ধতির প্রশংসা করেন।
চন্দ্রশেখরণ বলেছেন,‘গত পাঁচ বছর ধরে টাটা গ্রুপকে নেতৃত্ব দেওয়া অত্যন্ত সম্মানের বিষয়। আরও পাঁচ বছরের জন্য টাটা গ্রুপের নেতৃত্বে থাকার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’
গত পাঁচ বছরে চন্দ্রশেখরণের নেতৃত্বে টাটা গ্রুপ অনেক উন্নতি করেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা টাটা সন্সের হাতে গিয়েছে। গত বছরের অক্টোবরে ১৮ হাজার কোটি টাকায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা নিয়েছে টাটা সন্স। ভবিষ্যতে এই শিল্পগোষ্ঠী আরও উন্নতি করবে বলে আশা প্রকাশ করেছেন বোর্ডের সদস্যরা।
এর আগে টাটা গ্রুপের হাতে দু’টি বিমান সংস্থা ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে এয়ার ইন্ডিয়া। ফলে এখন টাটার হাতে তিনটি বিমান সংস্থা। সেগুলি হল টাটা এসআইএ এয়ারলাইন্স, এয়ার এশিয়া ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া। এর ফলে টাটা সন্সের উন্নতি হবে বলে জানিয়েছেন বোর্ডের সদস্যরা। তাঁদের মতে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান শিল্পে টাটার মার্কেট শেয়ার ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি করবে।
টাটা সন্স এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করার আগে টাটা স্টিল ২০১৮ সালের মে মাসে ৩৫,২০০ কোটি টাকায় ভূষণ স্টিল অধিগ্রহণ করে। গত বছরের মে মাসে টাটা সন্স ৯,৫০০ কোটি টাকায় বিগ বাস্কেট সংস্থা অধিগ্রহণ করে।